Advertisement
২৩ এপ্রিল ২০২৪

হাইকোর্টের দ্বারস্থ ত্রিলোচনের বাবা

বলরামপুরের বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতোর মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন তাঁর বাবা। সোমবার ত্রিলোচনের বাবা হাড়িরাম মাহাতো, দাদা বিবেকানন্দ মাহাতো এবং বলরামপুরের বিজেপি নেতা গোপাল কাটারুকা কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন।

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া শেষ আপডেট: ১৯ জুন ২০১৮ ০১:৩৮
Share: Save:

বলরামপুরের বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতোর মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন তাঁর বাবা। সোমবার ত্রিলোচনের বাবা হাড়িরাম মাহাতো, দাদা বিবেকানন্দ মাহাতো এবং বলরামপুরের বিজেপি নেতা গোপাল কাটারুকা কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন। তাঁদের আইনজীবী জানিয়েছেন, একটি পিটিশন দাখিল করা হয়েছে। আগামী শুক্রবার বিচারপতি তপোব্রত চক্রবর্তীর এজলাসে ওই মামলার শুনানি হওয়ার কথা।

গত ৩০ মে বলরামপুরের সুপুরডি গ্রামে গাছ থেকে ত্রিলোচনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। গায়ের টি-শার্টে লেখা ছিল, ‘১৮ বছরের নীচে বিজেপি করা এ বার বোঝ’। বিজেপির অভিযোগ, পঞ্চায়েত ভোটে বলরামপুরে তাদের ভাল ফল হওয়ায় সক্রিয় কর্মী ত্রিলোচনকে খুন করেছে শাসকদল। গোড়া থেকেই সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ওই ঘটনায় রাজ্য সরকার সিআইডিকে তদন্তভার দিয়েছে।

ত্রিলোচনের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি করে এসেছে তাঁর পরিবার। সিবিআই তদন্তের দাবিতে বিজেপি পুরুলিয়া জেলাশাসকের অফিসের সামনে এবং বলরামপুরে টানা অবস্থান বিক্ষোভ করেছে। এ দিন ত্রিলোচনের ভাই শিবনাথ মাহাতো বলেন, ‘‘কারা দাদাকে খুন করল এত দিন পর্যন্ত সেটাই জানা গেল না। আমরা দোষীদের শাস্তি চাই।’’

ত্রিলোচনের দেহ উদ্ধারের দিন কয়েক পরেই ডাভা গ্রামে বিজেপি কর্মী দুলাল কুমারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। সেই মৃত্যুরই তদন্ত করেছে সিআইডি। ময়নাতদন্তের রিপোর্টে ঘটনাটি আত্মহত্যার বলে উল্লেখ করা হলেও বিজেপি সে কথা মানতে নারাজ। দলের পুরুলিয়া জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, ‘‘ভোটের আগে বলরামপুরে আমাদের কর্মী জগন্নাথ টুডুকে গাড়ি দিয়ে ধাক্কা মেরে রাস্তায় খুন করা হয়েছিল। তাঁর এবং দুলালের মৃত্যুর ঘটনাতেও আমরা সিবিআই তদন্ত চাই। সেই ব্যাপারেও আদালতের দ্বারস্থ হব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE