Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ববির ডেপুটি অতীন?

মঙ্গলবার শোভন মন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পর থেকেই তোলপাড় শুরু হয় রাজ্য রাজনীতিতে। তা আরও কয়েকগুণ বেড়ে যায় মুখ্যমন্ত্রী তাঁকে মেয়র পদ থেকে সরিয়ে দেওয়ার ঘোষণা করতেই।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৮ ০৪:১২
Share: Save:

কলকাতার নতুন মেয়রের সম্ভাব্য তালিকায় সবার উপরে রয়েছেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ (ববি) হাকিম। ডেপুটি মেয়র পদেও নতুন মুখ আনার সিদ্ধান্ত পাকা। বুধবার রাত পর্যন্ত খবর, বিবেচনায় এগিয়ে রয়েছেন বর্তমান মেয়র পারিষদ অতীন ঘোষ। আজ বৃহস্পতিবার বিকালে আলিপুরের উত্তীর্ণ অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে নতুন মেয়র ও ডেপুটি মেয়রের নাম নিয়ে আনুষ্ঠানিক ভাবে সিদ্ধান্ত হবে।

তত ক্ষণে যদি বর্তমান মেয়র শোভন চট্টোপাধ্যায়ের পদত্যাগপত্র না পৌঁছয়, তা হলে ওই বৈঠকেই মেয়রের বিরুদ্ধে অনাস্থা আনার কথাও ভাবা হতে পারে। যদিও বুধবার সন্ধ্যায় এবিপি আনন্দে এক সাক্ষাৎকারে শোভন বলেন, ‘‘বাবা-মায়ের পর আমি সবচেয়ে বেশি শ্রদ্ধা করি মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি মেয়র পদ ছাড়ার কথা বলেছেন। যথাসময়ে ইস্তফা পৌঁছে যাবে।’’

মঙ্গলবার শোভন মন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পর থেকেই তোলপাড় শুরু হয় রাজ্য রাজনীতিতে। তা আরও কয়েকগুণ বেড়ে যায় মুখ্যমন্ত্রী তাঁকে মেয়র পদ থেকে সরিয়ে দেওয়ার ঘোষণা করতেই। জল্পনা শুরু হয় কে হবেন নতুন মেয়র। পুরসভার বর্তমান কাউন্সিলরদের মধ্যে কেউ, না কি নতুন কাউকে মেয়র পদে বসানো হবে। সূত্রের খবর, তৃণমূল নেতৃত্ব এমন কাউকে মেয়র করতে চাইছেন, যিনি পুরসভার কাজে অভিজ্ঞ এবং পুরসভাগুলির সঙ্গে সমন্বয় করার ক্ষমতা রাখেন।

আরও পড়ুন: ‘আমি কবে বলেছি, অভিজিতের সঙ্গে প্রেম করেছি, বেশ করেছি?’

তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই ববি পুর দফতর সামলাচ্ছেন। সফল মন্ত্রীদের তালিকায় তাঁর নামও রয়েছে। আবার কাউন্সিলর, মেয়র পারিষদ হিসেবেও কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। তা ছাড়া, পুরমন্ত্রী হিসেবে পুরসভার বিভিন্ন কাজকর্ম, সরকারি আর্থিক সহায়তার ব্যাপারেও তাঁর ভূমিকা ছিল। ফলে মেয়রের দায়িত্ব তাঁর হাতে গেলে পুরো বিষয়টা একই ছাতার তলায় থাকার সুবিধাও থাকবে। সে সব বিবেচনা করেই পরবর্তী মেয়র হিসেবে ববির নাম ভাবা হচ্ছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন: বৈশাখীর অপমানই বড় ‘যন্ত্রণা’ শোভনের

ডেপুটি মেয়র পদে এখন রয়েছেন ইকবাল আহমেদ। মাসখানেক ধরে তিনি অসুস্থ। পুরসভায় তাঁর হাজিরাও খুব কম। পুর আইনে বলা আছে, মেয়র পদত্যাগ করলে মেয়র পারিষদও বাতিল হয়ে যায়। সেই হিসেবে ডেপুটি মেয়র পদেও নতুন করে কাউকে নিযুক্ত করতে হবে। সূত্রের খবর, ইকবালকে সরিয়ে ডেপুটি মেয়র পদে নতুন কাউকে বসানো হবে। ওই পদে উত্তর কলকাতার কোনও কাউন্সিলরকে আনতে আগ্রহী তৃণমূল নেতৃত্ব। অভিজ্ঞ মেয়র পারিষদ অতীন ঘোষের সম্ভাবনাই বেশি বলে সূত্রের খবর। তবে সব কিছুই চূড়ান্ত হবে আজ বৃহস্পতিবার উত্তীর্ণ’র বৈঠকে। বুধবার বিকাল থেকেই তৃণমূল কাউন্সিলরদের ফোন করে ওই বৈঠকে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

শোভনবাবুর হাতে থাকা দমকল ও আবাসন দফতর আপাতত ফিরহাদ দেখবেন বলে মঙ্গলবারই জানান মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, ববিকে মেয়র করা হলে ওই দুটো দফতর অন্য কারও হাতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাসের হাতে আবাসন দফতরের দায়িত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Firhad Hakim Atin Ghosh KMC Mayor
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE