Advertisement
২৬ এপ্রিল ২০২৪

গিলোটিনে মুখ্যমন্ত্রীর বাজেট

বিধানসভায় বহু গুরুত্বপূর্ণ দফতরের বাজেট আলোচনা না করে গিলোটিনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার পক্ষ। প্রতিবাদে মঙ্গলবার বিধানসভার কার্য উপদেষ্টা (বিএ) কমিটির বৈঠক থেকে ওয়াক আউট করল বিরোধী কংগ্রেস এবং বাম।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:১১
Share: Save:

বিধানসভায় বহু গুরুত্বপূর্ণ দফতরের বাজেট আলোচনা না করে গিলোটিনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার পক্ষ। প্রতিবাদে মঙ্গলবার বিধানসভার কার্য উপদেষ্টা (বিএ) কমিটির বৈঠক থেকে ওয়াক আউট করল বিরোধী কংগ্রেস এবং বাম। তাদের বক্তব্য, গণতন্ত্রে বিধানসভাই হল বিভিন্ন দফতরের কাজকর্মের চুলচেরা বিশ্লেষণের জায়গা। সরকার যদি সেই প্রক্রিয়া এড়িয়ে চলার চেষ্টা করে, তা হলে বিরোধী দলের আর কী প্রয়োজন? স্বরাষ্ট্র, সংখ্যালঘু, তফসিলি জাতি-উপজাতি, ভূমিসংস্কার, তথ্য ও সংস্কৃতি-সহ অধিকাংশ দফতরের বাজেট এ বার গিলোটিনে যাবে। ১৫টির মতো দফতরের বাজেট নিয়ে বিধানসভায় আলোচনা হবে। বিরোধী দলনেতা আব্দুল মান্নান এবং বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী প্রশ্ন করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা কোনও দফতরেরই বাজেট আলোচনা হবে না কেন? সরকার পক্ষের যুক্তি, সময়ের অভাবে সব বাজেট আলোচনা করা যাচ্ছে না। প্রসঙ্গত, বিধানসভায় দফাওয়াড়ি বাজেট আলোচনা শুরু হওয়ার পর এখনও এক দিনও আসতে পারেননি মুখ্যমন্ত্রী। সরকারের দাবি, তিনি প্রশাসনিক বৈঠকে জেলা সফরে ব্যস্ত ছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE