Advertisement
১৮ এপ্রিল ২০২৪
State news

হরিপালে রেলিং ভেঙে খালে বাস, মৃত অন্তত ৫, জখম ২২

সপ্তমীর সকালে খুশির হাওয়ার মধ্যেই একটি বড়সড় দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার হুগলির হরিপালে কালুবাটি গ্রামের কাছে।

খাল থেকে ক্রেন দিয়ে বাসটিকে তোলা হচ্ছে। —নিজস্ব চিত্র।

খাল থেকে ক্রেন দিয়ে বাসটিকে তোলা হচ্ছে। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
হরিপাল শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৮ ১২:৩৯
Share: Save:

সপ্তমীর সকালে খুশির হাওয়ার মধ্যেই একটি বড়সড় দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার সকাল ১০টা নাগাদ হুগলির হরিপালে কালুবাটি গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে খালে একটি যাত্রীবোঝাই বাস পড়ে যায়। এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। শিশু ও মহিলা-সহ অন্তত ২২ জন জখম হয়েছেন।

পুলিশ সূত্রে খবর, বেসরকারি বাসটি আরামবাগ থেকে কলকাতায় আসছিল। হরিপালের ডাকাতিয়ার কাছে কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি প্রথমে রাস্তার পাশে রেলিংয়ে ধাক্কা মারে। রেলিং ভেঙে সোজা গিয়ে পড়ে ডাকাতিয়া খালে।

প্রথমে স্থানীয়েরাই উদ্ধারকার্যে হাত লাগান। পরে পুলিশ গিয়ে ক্রেন দিয়ে বাসটিতে তোলে। বাসের কাচ ভেঙে অনেক যাত্রীকে উদ্ধার করা গিয়েছে। কিন্তু তাদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। ২২ জনের অবস্থা গুরুতর। তাঁদের হরিপাল গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

দেখুন ভিডিয়ো:

দুর্ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন শেখ হাসিবুর রহমান। তিনি জানান, ওই জায়গায় পুলিশের একটি চেক পোস্ট ছিল। পুলিশ একটি লরিকে দাঁড় করিয়েছিল। সেই লরিটাকে অতিক্রম করতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসের চালক। বাসটিতে ৪৫ জন যাত্রী ছিলেন। তাঁরা সকলেই খালে পড়ে যান।

আরও পড়ুন: ছেলে দেখেনি, শিক্ষিকার ঠাঁই তাই আন্দুল স্টেশনে

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ঘটনার পর পুলিশ সে ভাবে সহযোগিতা করেনি। এলাকাবাসীরাই ফোন করে পুলিশকে খবর দেন। তাঁরাই ক্রেনের ব্যবস্থা করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bus accident Hooghly Haripal হরিপাল
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE