Advertisement
২৫ এপ্রিল ২০২৪

জিজ্ঞাসাবাদ প্রযোজককে

সিবিআইয়ের জেরার মুখে রোজ ভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু অভিযোগ করেন, ছবি তৈরির জন্য তিনি শ্রীকান্তকে ২৫ কোটি টাকা দেন। কিন্তু সেই টাকা নিয়েও শ্রীকান্ত কোনও ছবি তৈরি করেননি।

রোজভ্যালি কাণ্ডে জেরা শ্রীকান্ত মোহতাকে। বুধবার সল্টলেকের সিবিআই দফতরে। —নিজস্ব চিত্র।

রোজভ্যালি কাণ্ডে জেরা শ্রীকান্ত মোহতাকে। বুধবার সল্টলেকের সিবিআই দফতরে। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৮ ০৬:২০
Share: Save:

ছবি তৈরির ব্যাপারে অর্থ লগ্নি সংস্থা রোজ ভ্যালির সঙ্গে তাঁর একাধিক চুক্তি হয়েছিল বলে সিবিআইয়ের খবর। রোজ ভ্যালির আর্থিক কেলেঙ্কারির মামলায় সেই চলচ্চিত্র প্রযোজক তথা শিল্পপতি শ্রীকান্ত মোহতাকে বুধবার জিজ্ঞাসাবাদ করেন সিবিআইয়ের তদন্তকারীরা।

সিবিআইয়ের জেরার মুখে রোজ ভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু অভিযোগ করেন, ছবি তৈরির জন্য তিনি শ্রীকান্তকে ২৫ কোটি টাকা দেন। কিন্তু সেই টাকা নিয়েও শ্রীকান্ত কোনও ছবি তৈরি করেননি।

এ দিন শ্রীকান্তকে প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তকারীরা জানান, গৌতমের সঙ্গে তাঁর চুক্তির নথিও শ্রীকান্তকে দেখানো হয়েছে। ছবির তৈরির জন্য গৌতমের কাছ থেকে নেওয়া ২৫ কোটি টাকা তিনি কোন খাতে খরচ করেছেন, এ দিন তা জানতে চাওয়া হয়। কী বললেন তিনি? এ দিন শ্রীকান্তের দফতর থেকে তাঁর বয়ান হিসেবে জানানো হয়, ‘আমার সঙ্গে রোজ ভ্যালির কিছু বাণিজ্যিক লেনদেন হয়েছিল। তার ফৌজদারি দিকটি কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট আগেই খারিজ করে দিয়েছে। এই সংক্রান্ত কিছু তথ্য দিয়ে আমি তদন্তে সহযোগিতার চেষ্টা করছি।’

সিবিআই সূত্রের খবর, শ্রীকান্তকে আবার তলব করা হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CBI Shrikant Mohta Producer Rose Valley
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE