Advertisement
১৭ এপ্রিল ২০২৪

কেন্দ্রের তিস্তা-তির ফেরাল রাজ্য

কলকাতায় সোমবার অর্জুন বলেন, ‘‘রাজ্য সরকার তিস্তা ব্যারেজের প্রথম পর্যায়ের কাজই শেষ করতে পারেনি!’’ অর্জুনের দাবি, যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে কেন্দ্র রাজ্যকে সব প্রকল্পেরই প্রাপ্য টাকা দেয়।’’

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৭ ০২:৪৭
Share: Save:

রাজ্য সরকার তিস্তা ব্যারেজের প্রথম পর্যায়ের কাজও শেষ করতে পারেনি বলে অভিযোগ করলেন কেন্দ্রীয় জলসম্পদ প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। পত্রপাঠ অভিযোগ খারিজ করে দিল রাজ্য সরকার।

কলকাতায় সোমবার অর্জুন বলেন, ‘‘রাজ্য সরকার তিস্তা ব্যারেজের প্রথম পর্যায়ের কাজই শেষ করতে পারেনি!’’ অর্জুনের দাবি, যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে কেন্দ্র রাজ্যকে সব প্রকল্পেরই প্রাপ্য টাকা দেয়। সেখানে কোনও রাজনৈতিক বৈষম্য করা হয় না। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর আরও অভিযোগ, ‘‘বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় অর্থ খরচের শংসাপত্র রাজ্য জমা দেয় না। অথচ, বলে, কেন্দ্র নাকি টাকা দিচ্ছে না।’’

রাজ্য সরকার অবশ্য কেন্দ্রীয় মন্ত্রীর সব অভিযোগই উড়িয়ে দিয়েছে। রাজ্যের সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এক জন কেন্দ্রীয় মন্ত্রী কোনও তথ্য না জেনে মিথ্যাচার করছেন! ২০১৪-’১৫ সালে তিস্তা ব্যারেজ প্রকল্পে ১৭৮ কোটি টাকা কেন্দ্রের কাছ থেকে পাওয়ার পর তা খরচের শংসাপত্রও রাজ্য দিয়ে দিয়েছে।’’ রাজীববাবুর পাল্টা অভিযোগ, বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে গোটা দেশের জন্য কেন্দ্রীয় সরকারের বাজেট ২০০ কোটি টাকারও কম। সেখানে বন্যা নিয়ন্ত্রণে রাজ্য যা কাজ করেছে, তাতে তাদের ৩২০ কোটি টাকা প্রাপ্য। কিন্তু তা পাওয়া যাচ্ছে না। গঙ্গা-পদ্মা ভাঙন রোধ-সহ একাধিক প্রকল্পও কেন্দ্র ঝুলিয়ে রেখেছে। এই প্রেক্ষিতে রাজীববাবুর চ্যালেঞ্জ, ‘‘উনি এই সব কথা বাইরে না বলে আমার সঙ্গে সরাসরি আলোচনার টেবিলে বসুন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE