Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ডিজিরও শাস্তি চাইছে দিল্লি

মন্ত্রক গত সপ্তাহেই জানিয়ে দিয়েছিল, শৃঙ্খলাভঙ্গের জন্য ব্যবস্থা নেওয়াই শেষ নয়। এর পরে সংশ্লিষ্ট অফিসারদের পুলিশ পদক কেড়ে নেওয়া বা কেন্দ্রীয় সরকারে যোগ দেওয়ার ‘এমপ্যানেলমেন্ট লিস্ট’ থেকে তাঁদের নাম বাদ দেওয়ার কথা ভাবতে পারে দিল্লি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ০২:৫২
Share: Save:

গত শুক্রবারেই এসেছিল কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চিঠি। তার পরেই শৃঙ্খলাভঙ্গের জন্য রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র-সহ পাঁচ আইপিএস অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের চিঠি পৌঁছেছে নবান্নে। পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

মন্ত্রক গত সপ্তাহেই জানিয়ে দিয়েছিল, শৃঙ্খলাভঙ্গের জন্য ব্যবস্থা নেওয়াই শেষ নয়। এর পরে সংশ্লিষ্ট অফিসারদের পুলিশ পদক কেড়ে নেওয়া বা কেন্দ্রীয় সরকারে যোগ দেওয়ার ‘এমপ্যানেলমেন্ট লিস্ট’ থেকে তাঁদের নাম বাদ দেওয়ার কথা ভাবতে পারে দিল্লি। মন্ত্রকের যুক্তি, আইএএস, আইপিএস-সহ সর্বভারতীয় ক্যাডারের অফিসারদের নিয়োগ করেন রাষ্ট্রপতি। আইপিএস-দের ক্ষেত্রে রাষ্ট্রপতির হয়ে ‘প্রকৃত’ নিয়ন্ত্রক স্বরাষ্ট্র মন্ত্রক। ফলে সার্ভিস রুল মেনে মুখ্যমন্ত্রীর সঙ্গে ‘ধর্না’য় বসা অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে তাদের। মন্ত্রকের এক কর্তা জানান, গত বছর ছত্তীসগঢ় এবং মধ্যপ্রদেশে কয়েক জন আইপিএসকে সরাসরি বরখাস্ত করেছিল স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্য সরকারকে সেই নির্দেশ রূপায়ণ করতে বলা হয়েছিল।

রাজ্য সরকার স্বরাষ্ট্র মন্ত্রকের যুক্তি মানতে নারাজ। নবান্নের কর্তারা জানাচ্ছেন, কেন্দ্রীয় চাকুরে হলেও ক্যাডারে নথিভুক্ত হওয়ার পরে সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার থাকে শুধু রাজ্যের হাতেই। তাই কেন্দ্রের নির্দেশ মানতে রাজ্য সরকার বাধ্য নয়। সময় হলে কেন্দ্রকে জবাব দেবে রাজ্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

West Bengal DGP Home Ministry
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE