Advertisement
১৬ এপ্রিল ২০২৪

গবেষণায় গতি আনতে কেন্দ্রের উদ্যোগে সাড়া কম

এই কাউন্সিলগুলি মিলিতভাবে উদ্ভাবনী গবেষণার কার্যপ্রণালী ঠিক করবে। কিন্তু এ বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলির থেকে সাড়া মিলেছে খুবই কম।

মধুমিতা দত্ত
কলকাতা শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৮ ০২:১১
Share: Save:

উদ্ভাবনী গবেষণাকে উৎসাহ দিতে সিদ্ধান্ত হয়েছিল দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গড়ে তোলা হবে ‘ইনোভেশন কাউন্সিল’। এই কাউন্সিলগুলি মিলিতভাবে উদ্ভাবনী গবেষণার কার্যপ্রণালী ঠিক করবে। কিন্তু এ বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলির থেকে সাড়া মিলেছে খুবই কম।

৩১ অক্টোবর ছিল উদ্ভাবনী কাউন্সিল গঠনের জন্য রেজিস্ট্রেশনের শেষ দিন। দেশে সব মিলিয়ে ৮০০ বিশ্ববিদ্যালয় আছে। কিন্তু দেখা গিয়েছে এর মধ্যে মাত্র ৯৬টি বিশ্ববিদ্যালয় ওই সময়ের মধ্যে প্রয়োজনীয় রেজিস্ট্রেশন করিয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ভাইস চেয়ারম্যান ভূষণ পটবর্ধন এক নির্দেশে জানিয়েছেন, রেজিস্ট্রেশনের শেষদিন বাড়িয়ে ২০ নভেম্বর করা হল। সংশ্লিষ্ট উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি যেন তার মধ্যে রেজিস্ট্রেশন সেরে ফেলে। ২৭ জুলাই উপাচার্যদের জাতীয় সম্মেলনে এই কাউন্সিল তৈরির গুরুত্বের কথা বলা হলেও যে সেভাবে এখনও সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন ইউজিসির ভাইস চেয়ারম্যান। আগেই স্থির হয়েছিল কাউন্সিলগুলির নেটওয়ার্ক ১১ নভেম্বর উদ্বোধন করবেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর। কিন্তু এর মধ্যে সব রেজিস্ট্রেশন শেষ হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।

এর আগে উদ্ভাবনী গবেষণাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গড়ে তোলা হয়েছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের ‘ইনোভেশন সেল’ (এমআইসি)। এই এমআইসি’র উদ্যোগেই বাছাই করা ৮০০ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে তৈরি হবে উদ্ভাবনী কাউন্সিল। মূলত, প্রযুক্তির পঠনপাঠন হয় যে সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সেখানেই এই কাউন্সিল গড়ে তোলা হবে। প্রযুক্তি ক্ষেত্রে প্রয়োগ ভিত্তিক গবেষণায় আরও গতি আনতেই এই উদ্যোগ বলে জানালেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন চিরঞ্জীব ভট্টাচার্য। তবে যাদবপুর এখনও প্রয়োজনীয় রেজিস্ট্রেশন করেনি। তিনি জানালেন, খুব তাড়াতাড়ি তাঁরা রেজিস্ট্রেশন করাবেন। এই বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলের চেয়ারম্যান চিরঞ্জীববাবুই হবেন বলে ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি বিভাগের ডিন অম্লান চক্রবর্তী জানালেন, এ বিষয়ে তাঁরা উদ্যোগী হয়েছেন। মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ম্যাকাউট) উপাচার্য সৈকত মৈত্র জানালেন, এখনও রেজিস্ট্রেশন করেননি। তবে তিনি বলেন, ‘‘উদ্ভাবনী গবেষণার জন্য ইতিমধ্যেই আমরা বিভিন্ন পদক্ষেপ করেছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Illegal Academics Education UGC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE