Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Dengue

মুখ্যসচিবকে পাল্টা কটাক্ষ বিরোধীদের

মুখ্যসচিব মলয় দে জানিয়েছেন, ডেঙ্গি তথ্য ধামাচাপা দেওয়ার অভিযোগের বাস্তবতা নেই।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৭ ০৫:১০
Share: Save:

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে মুখ্যসচিবের বক্তব্যকে ‘সত্য চাপা দেওয়ার’ চালাকি’ বলে কটাক্ষ করেছে সব বিরোধী দল। বিজেপি, সিপিএম, কংগ্রেস সকলেরই এক কথা, মুখ্যসচিব মঙ্গলবার যা বলেছেন, তা আসলে ডেঙ্গি মোকাবিলায় রাজ্য সরকারের ব্যর্থতার দায় এড়ানোর চেষ্টা। বিরোধীদের অভিযোগ, তলায় তলায় পুরসভার পক্ষ থেকে চিকিৎসক, ল্যাবরেটরি এবং হাসপাতাল ও নার্সিংহোম কর্তৃপক্ষদের ধমকানো হচ্ছে, যাতে তাঁরা ডেঙ্গি রোগীর চিকিৎসার নথিতে ‘ডেঙ্গি’ উল্লেখ না করেন।

মুখ্যসচিব মলয় দে জানিয়েছেন, ডেঙ্গি তথ্য ধামাচাপা দেওয়ার অভিযোগের বাস্তবতা নেই। তাঁর এই বক্তব্যকে কটাক্ষ করে বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীর মন্তব্য, ‘‘মুখ্যসচিব হিজ মাস্টার্স ভয়েসে কথা বলছেন! আইএএস পাশ করেছেন। কিছু কাণ্ডজ্ঞান তো থাকা উচিত! উনি বলছেন, বেসরকারি হাসপাতাল তথ্য দিক। আর সরকারের অন্য লোকেরা হাসপাতালে, ল্যাবরেটরিতে ফোন করে বলছেন, মাস্টারমশাই আপনি কিন্তু কিছুই দেখেননি! এ তো লোক ঠকানোর জন্য বেশ গুছিয়ে ফন্দি আঁটা!’’ বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষেরও বক্তব্য, ‘‘মেয়র-সহ সরকারের লোকজন হাসপাতাল এবং ল্যাবরেটরিগুলিকে ভয় দেখাচ্ছেন, যাতে তারা ডেঙ্গির তথ্য না লেখে। মুখ্যসচিব বলছেন, বেসরকারি হাসপাতাল
তথ্য না দিলে সেটা বেআইনি! চালাকিটা দারুণ বের করেছেন।’’ বিরোধী দলনেতা আব্দুল মান্নানের প্রশ্ন, ‘‘মুখ্যসচিব তো ফ্যাসিস্ত সরকারের মুখপাত্র। তাই ওঁর এ কথা বলা ছাড়া উপায় কী?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE