Advertisement
১৯ এপ্রিল ২০২৪
West Bengal News

শেষ মুহূর্তে মমতার চিন সফর বাতিল

শুক্রবার রাতেই বিশেষ প্রতিনিধি দল নিয়ে তাঁর বিমান ধরার কথা ছিল। কিন্তু যাত্রা শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগেই সাংবাদিক বৈঠক করে নবান্ন জানিয়ে দিল মুখ্যমন্ত্রীর চিন সফর বাতিল।

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ জুন ২০১৮ ১৫:১৩
Share: Save:

শেষ মুহূর্তে বাতিল হয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন সফর।

শুক্রবার রাতেই বিশেষ প্রতিনিধি দল নিয়ে তাঁর বিমান ধরার কথা ছিল। কিন্তু যাত্রা শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগেই সাংবাদিক বৈঠক করে নবান্ন জানিয়ে দিল মুখ্যমন্ত্রীর চিন সফর বাতিল।

কারণ হিসেবে জানানো হয়েছে, বিদেশ মন্ত্রক থেকে প্রয়োজনীয় ছাড়পত্র এসে পৌঁছয়নি নবান্নে। এমনকি চিনা বিদেশ মন্ত্রক থেকেও কোনও রকম যোগাযোগ করা হয়নি নবান্নের সঙ্গে। এ দিন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র নবান্নে সাংবাদিকদের জানান, এ বছরের মার্চ মাসে তরফে রাজ্য সরকারকে চিন সফরের বিষয়টি জানানো হয়। চিনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের সঙ্গে কেন্দ্রীয় সরকারের একটি ‘এক্সচেঞ্জ প্রোগ্রাম’ হওয়ার কথা ছিল। ওই বৈঠকে দেশের হয়ে নেতৃত্ব দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিয়েছিল বিদেশ মন্ত্রক। গত ২ এপ্রিল মুখ্যমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথাও হয় অমিতের। জুনের শেষ সপ্তাহে চিন সফরে যাওয়ার কথা নিশ্চিত করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু শেষ মুহূর্তে চিনে ভারতীয় দূতাবাস জানিয়ে দেয়, চিনের তরফে এই বৈঠক নিয়ে কোনও সবুজ সঙ্কেত মেলেনি। ফলে এক প্রকার বাধ্য হয়েই এই সফর বাতিল করতে হয়েছে।

দেখুন ভিডিয়ো

চিন সফর বাতিল প্রসঙ্গে মমতা টুইট করে বলেন, “গতকাল পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। কিন্তু চিনে ভারতীয় দূতাবাসের তরফে বার্তা দেওয়া হয়, এই বৈঠক নিয়ে তাদের সঙ্গে কোনও যোগাযোগ করেনি চিন। এ বিষয়ে কোনও সবুজ সঙ্কেত না মেলায় এই সফর বাতিল করতে হল।” তবে সফর বাতিল হলেও দু’দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে এবং আগামী দিনে এই সম্পর্ক আরও মজবুত হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

আরও পড়ুন: আর বাড়াবাড়ি বরদাস্ত করব না, যুব দলকে হুঁশিয়ারি মমতার

আরও পড়ুন: তৃণমূলের দিকে দেশ তাকিয়ে: মুখ্যমন্ত্রী

পরে কলকাতার চিনা দূতাবাস সূত্রে জানানো হয়েছে, ভারতের সঙ্গে সব সময়ই সুসম্পর্ক বজায় রেখে এগিয়ে যেতে চায় চিন। দু’দেশের বিভিন্ন রাজ্যের মধ্যে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতির আদান-প্রদানেও আমরা সব সময়ই উদ্যোগী। যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর বাতিলের ঘোষণা হচ্ছিল, তখনও তাঁর সফরের জন্য পূর্ব নির্ধারিত সব রকমের ব্যবস্থা নিয়ে আমরা তৈরি হচ্ছিলাম এবং চিনে ভারতীয় দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছিল। আগামী দিনে পশ্চিমবঙ্গের সঙ্গেও সুসম্পর্ক রেখে এগিয়ে চলতে আমরা বদ্ধপরিকর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE