Advertisement
২৬ এপ্রিল ২০২৪

টাকা ফেরতের দাবিতে রাজভবনে আমানতকারীরা

রানি রাসমণি অ্যাভিনিউয়ে শুক্রবার ‘আমানতকারী ও এজেন্ট সুরক্ষা মঞ্চে’র সমাবেশে বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী অভিযোগ করেছেন, প্রতারিত মানুষের টাকা ফেরত দেওয়ার জন্য কেন্দ্রের বিজেপি ও রাজ্যের তৃণমূল সরকারের কোনও তৎপরতা নেই।

টাকা ফেরতের দাবিতে ফের পথে নামলেন প্রতারিতেরা। প্রতীকী ছবি।

টাকা ফেরতের দাবিতে ফের পথে নামলেন প্রতারিতেরা। প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৮ ০৪:২৮
Share: Save:

ভুঁইফোড়় অর্থলগ্নি সংস্থার সম্পত্তি বাজেয়াপ্ত ও বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরতের দাবিতে ফের পথে নামলেন প্রতারিতেরা।

রানি রাসমণি অ্যাভিনিউয়ে শুক্রবার ‘আমানতকারী ও এজেন্ট সুরক্ষা মঞ্চে’র সমাবেশে বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী অভিযোগ করেছেন, প্রতারিত মানুষের টাকা ফেরত দেওয়ার জন্য কেন্দ্রের বিজেপি ও রাজ্যের তৃণমূল সরকারের কোনও তৎপরতা নেই। আমানতকারীদের টাকা ফেরানোর জন্য হাইকোর্টের অবরসরপ্রাপ্ত বিচারপতি শৈলেন্দ্র প্রসাদ তালুকদার ও দিলীপ কুমার শেঠের নেতৃত্বে যে দু’টি কমিটি হয়েছে, তাদের ন্যূনতম পরিকাঠামোও দেওয়া হচ্ছে না। পরে রাজভবনে গিয়ে মঞ্চের তরফে দাবি করা হয়েছে, এজেন্টদের হেনস্থা ঠেকাতে পুলিশকে অবিলম্বে সক্রিয় হতে হবে এবং অভিযুক্ত সংস্থাগুলির সম্পত্তি বাজেয়াপ্ত করে তা দ্রুত বিক্রি করে আমানতকারীদের বকেয়া মেটাতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Chit Fund Protest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE