Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Mamata Banerjee

ব্যক্তিগত সঞ্চয় থেকে মমতার করোনা-ত্রাণ

মমতা মঙ্গলবার মনে করিয়ে দিয়েছেন, মুখ্যমন্ত্রী বা বিধায়ক হিসেবে তিনি কোনও বেতন নেন না।

করোনা-ত্রাণে ১০ লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।—ছবি পিটিআই।

করোনা-ত্রাণে ১০ লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।—ছবি পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২০ ০২:২৭
Share: Save:

অতিমারি মোকাবিলায় এক এক জন নাগরিকের এক একটি টাকাও মূল্যবান বলে মন্তব্য করেছিলেন তিনি। এ বার ব্যক্তিগত সঞ্চয় থেকে করোনা-ত্রাণে ১০ লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে পাঁচ লক্ষ টাকা তিনি দিচ্ছেন প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিলে (যা আগে থেকেই আছে, করোনার সময়ে হঠাৎ খোলা ‘পিএম-কেয়ার্‌স’-এ নয়)। বাকি পাঁচ লক্ষ টাকা যাচ্ছে রাজ্য সরকারের আপৎকালীন ত্রাণ তহবিলে। মমতা মঙ্গলবার মনে করিয়ে দিয়েছেন, মুখ্যমন্ত্রী বা বিধায়ক হিসেবে তিনি কোনও বেতন নেন না। লোকসভায় সাত বারের সদস্য হওয়া সত্ত্বেও প্রাক্তন সাংসদ হিসেবে পেনশন তোলেন না। টুইটে মুখ্যমন্ত্রীর মন্তব্য, ‘‘আমার সাধ্য সীমিত। বই এবং গানের সিডি থেকে যা রয়্যালটি আসে, সেটাই আমার মূল উপার্জন। সেই উপার্জন থেকেই পাঁচ লক্ষ টাকা করে দুই তহবিলে দিচ্ছি কোভিড-১৯’এর বিরুদ্ধে আমাদের দেশের লড়াইকে সমর্থন জানিয়ে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee PM Relief Fund Coronavirus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE