Advertisement
১৯ এপ্রিল ২০২৪

লালকুঠিতে পর্যটন প্রসারে উদ্যোগী মুখ্যমন্ত্রী

দার্জিলিঙের অন্যতম আকর্ষণ সেই লালকুঠিকে ঘিরেই ‘পর্যটন হাট’ তৈরি হবে বলে মঙ্গলবার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ফাইল চিত্র

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
দার্জিলিং শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৮ ০৩:২২
Share: Save:

সুবাস ঘিসিঙের জমানায় লালকুঠি থেকে পাহাড় পরিচালনা হতো। তার দরজা আমজনতার জন্য বন্ধ হয়ে গিয়েছিল। বিমল গুরুঙের আমলে লালকুঠি থেকে জিটিএ পরিচালনা হতো না ঠিকই, কিন্তু লালকুঠির কাছেপিঠে যাওয়ায় বহাল ছিল নানা কড়াকড়ি।

দার্জিলিঙের অন্যতম আকর্ষণ সেই লালকুঠিকে ঘিরেই ‘পর্যটন হাট’ তৈরি হবে বলে মঙ্গলবার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে প্রায় এক ঘণ্টা ধরে পাহাড়ে হেঁটে বেড়ানোর সময়ে লালকুঠির সামনে একটি দোকানে চা খান তিনি। সেই সময়ে লালকুঠি নিয়ে নানা খোঁজখবর, কথাবার্তার ফাঁকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘লালকুঠি ঘিরে টুরিস্ট হাট হলে ভাল হবে। দেশ-বিদেশের পর্যটকদের কাছে
এমনিতেই এটা আকর্ষণীয়। সেটা আরও বাড়বে।’’

বস্তুত, এ বারের দার্জিলিং সফরে বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন ছাড়াও পর্যটনের প্রসারের উপরে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন সকালেই প্রশাসনিক অফিসার ও জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠকের পরে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, পাহাড়ের পর্যটনের বিকাশ ও নতুন স্পট তৈরির জন্য সুষ্ঠু পরিকল্পনা তৈরি করতে একটি কমিটি গড়া হয়েছে।

হেনস্থার খতিয়ান

• ২০১৮: রাজাবাজার সায়েন্স কলেজে টিএমসিপি নেতা গৌরব দত্ত মুস্তাফি চড়
মারেন শিক্ষক ভাস্কর
দাসকে।

• ২০১৬: মাজদিয়া সুধীররঞ্জন লাহিড়ী কলেজে টিএমসিপি-সমর্থকদের হাতে নিগৃহীত শিক্ষক সুব্রত রায়।

• ২০১৫: ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে টিএমসিপি নেতা হেমন্তকুমার দাসের হাতে নিগৃহীত শিক্ষক অমিত রায়।

• ২০১২: টিএমসিপি জেলা সহ-সভাপতি সৌমেন আচার্য ঝাড়গ্রাম রাজ কলেজ চত্বরেই অধ্যক্ষ কিশোরকুমার রাঢ়ীকে চড় মারেন বলে অভিযোগ।

• ২০১২: তৃণমূল নেতা আরাবুল ইসলামের বিরুদ্ধে ভাঙড় কলেজে শিক্ষিকা দেবযানী
দে-র মুখে জগ ছুড়ে মারেন বলে অভিযোগ।

• ২০১২: রামপুরহাট কলেজে ছাত্র-বিক্ষোভে অসুস্থ হয়ে জ্ঞান হারান অধ্যক্ষ। অভিযুক্ত টিএমসিপি ও ছাত্র পরিষদ।

• ২০১২: মাজদিয়া সুধীরঞ্জন লাহিড়ী কলেজে পাঁচ ছাত্রের হাতে ‘নিগৃহীত’ অধ্যক্ষ। অভিযুক্ত এসএফআই।

• ২০১২: রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষের উপরে হামলা। অভিযুক্ত স্থানীয় এক তৃণমূল নেতা।

সেই ‘স্পেশাল কমিটি ফর দার্জিলিং’-এর চেয়ারম্যান করা হয়েছে দার্জিলিঙের বিধায়ক অমর রাইকে। প্রধান উপদেষ্টা বিনয় তামাং, উপদেষ্টা অনীত থাপা। মুখ্য সচিব, পাহাড়ের দুই জেলার ডিএম, এসপি, ফিকি, সিআইআইয়ের প্রতিনিধি, পাহাড়ের পুরসভারগুলির চেয়ারম্যানরা ওই কমিটিতে রয়েছেন। কমিটি ৬ মাসের মধ্যে প্রস্তাব, পরামর্শ তৈরি করে জমা দেবে। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘নতুন দার্জিলিং গড়তে হবে। সে জন্য কোথায়, কী ভাবে কী হতে পারে, তার রূপরেখা তৈরি করে প্রস্তাব আকারে পেশ করবে কমিটি। তা খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee Travel and Tourism Administration
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE