Advertisement
২৫ এপ্রিল ২০২৪

অনার্সে ভর্তির টোপে টাকা আদায়, ধৃত ছাত্র

ভূগোল অনার্সে ভর্তি করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা নেওয়ার অভিযোগে গুরুদাস কলেজের প্রথম বর্ষের এক ছাত্রকে এ দিন গ্রেফতার করা হয়েছে। সুদীপ্ত সাহা নামে ওই ছাত্র জেরার মুখে টাকা নেওয়ার অভিযোগ স্বীকার করেছেন বলে পুলিশ জানায়।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ জুন ২০১৮ ০৫:২৪
Share: Save:

অনলাইনে ভর্তির ব্যবস্থা চালু হয়েছে অবৈধ ভাবে টাকা লেনদেন এড়াতে। কিন্তু তাতেও টাকা হাতানোর ফিকির যে বন্ধ করা যায়নি, তার প্রমাণ মিলল বৃহস্পতিবার। ভূগোল অনার্সে ভর্তি করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা নেওয়ার অভিযোগে গুরুদাস কলেজের প্রথম বর্ষের এক ছাত্রকে এ দিন গ্রেফতার করা হয়েছে। সুদীপ্ত সাহা নামে ওই ছাত্র জেরার মুখে টাকা নেওয়ার অভিযোগ স্বীকার করেছেন বলে পুলিশ জানায়।

পুলিশের কাছে অভিযোগে এক ছাত্র জানান, বারাসত গভর্নমেন্ট কলেজে ভূগোল অনার্সে ভর্তি করিয়ে দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে এক লক্ষ ২০ হাজার টাকা চান সুদীপ্ত। অগ্রিম হিসেবে নেন পাঁচ হাজার টাকা। বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার পরে পুলিশের কাছে অভিযোগ জানান ছাত্রটি। তার পরেই প্রতারণার অভিযোগে বারাসতের বিবেকানন্দ পার্কের বাড়ি থেকে সুদীপ্তকে গ্রেফতার করে পুলিশ।

বিভিন্ন কলেজে ভর্তি, কলেজের বেতনে ছাড়ের কথা বলে তৃণমূল ছাত্র পরিষদের নাম করে টাকা তোলার অভিযোগ নতুন নয়। এ ভাবে টাকা দেওয়ার পরে প্রতারিত হয়ে চলতি বর্ষেই বারাসত, হাবড়া কলেজের শতাধিক ছাত্রছাত্রীর পরীক্ষায় বসা অনিশ্চিত হয়ে পড়েছে।

বিষয়টি স্বীকার করে তৃণমূল ছাত্র পরিষদের উত্তর ২৪ পরগনা জেলা সভানেত্রী পারমিতা সেন এ দিন বলেন, ‘‘দলের নাম করে কিছু ছাত্র এ-সব করছে। অভিযোগ পাওয়ার পরে পুলিশ তাদের মতো করে ব্যবস্থা নিচ্ছে।’’ অভিভাবকদের উদ্দেশে ওই ছাত্রনেত্রীর আবেদন, ভর্তির জন্য কাউকেই যেন টাকা দেওয়া না-হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE