Advertisement
১৯ এপ্রিল ২০২৪

কমিশনকে ছ’মাস সময় বসিরহাটে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিচার বিভাগীয় কমিশনে প্রথম শুনানির দিন থেকে ছ’মাসের মধ্যে রিপোর্ট দিতে হবে। কমিশনের মাথায় রাখা হয়েছে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সৌমিত্র পালকে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৭ ০৩:৩৫
Share: Save:

বাদুড়িয়া-বসিরহাটের বিস্তীর্ণ এলাকায় সাম্প্রতিক গোলমালের পিছনে কাদের মদত ছিল, সেটা খুঁজে বার করার জন্য আগেই বিচার বিভাগীয় কমিশনের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিচার বিভাগীয় কমিশনে প্রথম শুনানির দিন থেকে ছ’মাসের মধ্যে রিপোর্ট দিতে হবে। কমিশনের মাথায় রাখা হয়েছে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সৌমিত্র পালকে। বিজ্ঞপ্তির মোদ্দা বক্তব্য, গত ২ জুলাই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট থেকে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া, বসিরহাট, দেগঙ্গা ও স্বরূপনগর থানা এলাকায় অশান্তি ছড়িয়ে পড়ে। কয়েকটি জাতীয় সংবাদমাধ্যমের কিছু ভিত্তিহীন খবর প্রচারে সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। সরকারের পর্যবেক্ষণ, অশান্তি চলাকালীন প্রতিবেশী রাষ্ট্রের কিছু ফুটেজ ও সিনেমার অংশ দেখানো হয়েছিল। সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে সরকারের মনে হয়েছে, এর পিছনে গভীর চক্রান্ত রয়েছে। কারা কোথায় কী ভাবে সেই ষড়যন্ত্র করেছিল, সেটাই খুঁজে বার করার দায়িত্ব দেওয়া হয়েছে বিচার বিভাগীয় কমিশনকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE