Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ক্ষতিপূরণ পুজোর আগে: মন্ত্রী

সাম্প্রতিক বন্যা এবং বৃষ্টিতে শস্যের ক্ষতি, পলি সরানো, বীজতলা ও সারের ব্যবস্থা করার জন্য রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের কাছে প্রথম পর্যায়ে ৩০৫৩ কোটি টাকা দাবি করল কৃষি দফতর। ১৮ অগস্ট পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে এই দাবি জানানো হয়েছে। রাজ্যের কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু বুধবার নবান্নে বলেন, ‘‘এই টাকা পাওয়ার পর কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া শুরু হবে। পুজোর আগেই যাতে টাকা দেওয়া যায় তার ব্যবস্থা করা হবে।’’

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৫ ০০:২৫
Share: Save:

সাম্প্রতিক বন্যা এবং বৃষ্টিতে শস্যের ক্ষতি, পলি সরানো, বীজতলা ও সারের ব্যবস্থা করার জন্য রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের কাছে প্রথম পর্যায়ে ৩০৫৩ কোটি টাকা দাবি করল কৃষি দফতর। ১৮ অগস্ট পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে এই দাবি জানানো হয়েছে। রাজ্যের কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু বুধবার নবান্নে বলেন, ‘‘এই টাকা পাওয়ার পর কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া শুরু হবে। পুজোর আগেই যাতে টাকা দেওয়া যায় তার ব্যবস্থা করা হবে।’’ কৃষি দফতরের এক কর্তা বলেন, বন্যা কবলিত ১২টি জেলার ৩৩ শতাংশ ধান ও পাটের ক্ষতির পরিমাণ টাকার অঙ্কে ১৬৩১ কোটি ৯৫ লক্ষ। বীজতলা এবং সার দেওয়ার জন্য ক্ষতি হয়েছে ১৪২৬ কোটি ৫৩ লক্ষ টাকার। জমিতে পলি সরানোর জন্য চাওয়া হয়েছে ১৭৩ কোটি ৪৩ লক্ষ টাকা। এ ছাড়াও রবি চাষে চাষিদের সাহায্যের জন্য চাওয়া হয়েছে ৩১ কোটি ৯৯ লক্ষ টাকা। কৃষিমন্ত্রী বলেন, মৌজা ধরে ধরে কৃষিতে ক্ষয়ক্ষতির পরিমাণ এ পর্যন্ত যা পাওয়া গিয়েছে তাতে দেখা যাচ্ছে, ১৩ লক্ষ ২৮০৯ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এর মধ্যে ৩৩ শতাংশ ফসল নষ্ট হয়েছে ১০ লক্ষ ৫৬ হাজার ৬৯৩ হেক্টরে। যার অর্থ মূল্য ১১ হাজার ৪২৫ কোটি টাকা। মন্ত্রী আরও বলেন, ‘‘৩৩ শতাংশের নীচে যে সমস্ত চাষির শস্য নষ্ট হয়েছে তাঁদের বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে ক্ষতিপূরণ দেওয়া যাবে না। তাঁদের বীজতলা সরবরাহ করে সাহায্য করা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Compensation Purnendu farmers
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE