Advertisement
১৬ এপ্রিল ২০২৪

এফআইআর দেরিতে আসায় তদন্তে হোঁচট

পুলিশ সূত্রের খবর, গত ৩ ডিসেম্বর রাতে মালদহগামী গৌড় এক্সপ্রেসের এস-৭ কামরার যাত্রী ছিলেন সুপ্রীতি ঘোষ নামে এক মহিলা। তাঁর অভিযোগ, ট্রেনটি শিয়ালদহ ছাড়ার পরেই তাঁর গলার হার ছিনতাই হয়।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কুন্তক চট্টোপাধ্যায় ও শিবাজী দে সরকার
কলকাতা শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০১৮ ০৩:২৬
Share: Save:

মালদহ থেকে ট্রেনে শিয়ালদহে পৌঁছতে লাগে ৬ ঘণ্টা। সেই পথ পেরোতে পুলিশের এফআইআরের লেগে গেল দেড় মাস! ফলে ডিসেম্বর মাসে ছিনতাইয়ের শিকার এক মহিলা এখনও তাঁর সোনার হার উদ্ধার হওয়ার আশায় বসে রয়েছেন। এই গাফিলতির পিছনে জিআরপির একাংশকেই দায়ী করছেন রেল পুলিশের কর্তারা।

পুলিশ সূত্রের খবর, গত ৩ ডিসেম্বর রাতে মালদহগামী গৌড় এক্সপ্রেসের এস-৭ কামরার যাত্রী ছিলেন সুপ্রীতি ঘোষ নামে এক মহিলা। তাঁর অভিযোগ, ট্রেনটি শিয়ালদহ ছাড়ার পরেই তাঁর গলার হার ছিনতাই হয়। চলন্ত ট্রেনে তিনি অভিযোগ দায়ের করতে পারেননি। ৪ ডিসেম্বর মালদহে পৌঁছে সেখানকার জিআরপিতে অভিযোগ জানান। কিন্তু ঘটনাস্থল শিয়ালদহ হওয়ায় মালদহ থেকে এফআইআর শিয়ালদহে পাঠানোর কথা। রেল পুলিশের খবর, ৪ ডিসেম্বর এফআইআর হওয়ার পরে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে শিয়ালদহের এসআরপির দফতরে ওই এফআইআর পৌঁছয়।

রেল পুলিশের কর্তারা জানান, মালদহ জিআরপি শিলিগুড়ি রেল পুলিশ ডিভিশনের আওতাধীন। ফলে নিয়ম অনুযায়ী, মালদহের নথি শিলিগুড়িতে এসআরপির দফতরে যাবে। সেখান থেকে শিয়ালদহের এসআরপির দফতর হয়ে জিআরপি থানায় আসার কথা। কিন্তু তা বলে এত দিন?

রেল পুলিশের এক উচ্চকর্তা বলছেন, ‘‘গাফিলতি থাকলে দেড় মাস কেন, দেড় বছরও লাগতে পারে।’’ তাঁর আশ্বাস, দেরির কারণ খতিয়ে দেখা হবে। এমন দেরি হওয়ার ঘটনা আরও কয়েকটি ঘটেছে।

শিয়ালদহ জিআরপির একাংশের বক্তব্য, এফআইআর মিলতে দেরি হওয়ায় তদন্তও দেরিতে শুরু হয়েছে। ফলে সেই ছিনতাইবাজকে পাওয়া যাবে কি না বা তার হদিস পেলেও সোনার হার মিলবে কি না—তা নিয়ে ঘোর সন্দেহ রয়েছে। রেল পুলিশের এক অফিসার বলছেন, ‘‘সেই সোনার হার কি আর পড়ে রয়েছে। এত দিনে হয়তো বিক্রি করে তা গলিয়েও ফেলা হয়েছে।’’

তা হলে শিয়ালদহ রেল পুলিশের কাছে কি আর কোনও আশাই করতে পারেন না অভিযোগকারিণী?

শিয়ালদহ জিআরপি সূত্রের খবর, অভিযোগ মেলার পরেই দ্রুত তদন্ত শুরু হয়েছে। অভিযোগকারিণীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অভিযোগকারিণীর স্বামী উৎপল ঘোষও শিয়ালদহ জিআরপির তরফে যোগাযোগ করার কথা স্বীকার করেছেন। রেল পুলিশের খবর, কয়েক জন সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে। কিন্তু শনিবার রাত পর্যন্ত কোনও গ্রেফতারির খবর নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE