Advertisement
১৮ এপ্রিল ২০২৪

দু’মাসের শিশু চুরির অভিযোগ আরজিকরে

পুলিশ সূত্রের খবর, ওই শিশুটির নাম সলমন মোল্লা। বাড়ি দেগঙ্গায়। এ দিন তাকে হাসপাতালের শিশু-বিভাগের আউটডোরে স্বাস্থ্য পরীক্ষা করাতে এনেছিলেন মা মামণি খাতুন বিবি।

আর জি কর হাসপাতাল। ফাইল চিত্র।

আর জি কর হাসপাতাল। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮ ০৩:৩০
Share: Save:

বুধবার দুপুরে আর জি কর হাসপাতালে অপরিচিত মহিলার কাছে কোলের শিশুকে দিয়ে খাবার আনতে গিয়েছিলেন এক মহিলা। ফিরে এসে দেখেন, মহিলা নেই, নেই দু’মাসের শিশুটিও। টালা থানায় শিশুচুরির অভিযোগ দায়ের করেছে শিশুটির পরিবার। তদন্তে নেমেছে পুলিশ। রাত পর্যন্ত শিশুটি বা ওই মহিলার কোনও হদিস মেলেনি।

পুলিশ সূত্রের খবর, ওই শিশুটির নাম সলমন মোল্লা। বাড়ি দেগঙ্গায়। এ দিন তাকে হাসপাতালের শিশু-বিভাগের আউটডোরে স্বাস্থ্য পরীক্ষা করাতে এনেছিলেন মা মামণি খাতুন বিবি। সঙ্গে ছিলেন দুই আত্মীয়াও। দুপুরে আউট়ডোর বিভাগে বসে থাকার সময় এক মহিলা এসে মামণির সঙ্গে আলাপ জমান। শিশুটির পরিবারের দাবি, সে সময় মামণির সঙ্গে থাকা তাঁর বৌদি এবং আরেক আত্মীয়া বাইরে গিয়েছিলেন। ওই মহিলা মামণিকে খাবার কিনে আনতে বলেন। শিশুটিকে তাঁর কাছে রেখে যেতে বলেন। বিশ্বাস করে কোলের সন্তানকে ওই মহিলার কাছে রেখে খাবার আনতে যান মামণি। ফিরে এসে দেখেন, ওই মহিলা নেই। ছেলেও নেই।

পুলিশ সূত্রের খবর, মামণি ও তাঁর আত্মীয়ারা প্রথমে হাসপাতালে খোঁজাখুঁজি করেন। তার পর পুলিশের দ্বারস্থ হন। খবর যায় মামণির পরিবারের কাছেও। তদন্তে নেমে হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখছেন তদন্তকারীরা। সেই ছবি মামণিকে দেখানো হচ্ছে। রাত পর্যন্ত থানায় মামণি ও তাঁর আত্মীয়াদের জিজ্ঞাসাবাদও করেছেন তদন্তকারীরা।

হাসপাতালের তরফে জানানো হয়েছে, পুলিশ ঘটনার তদন্ত করছে। তবে, রাত পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ করেনি পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Complaint Child Theft R G Kar Hospital
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE