Advertisement
২৫ এপ্রিল ২০২৪

সরকারি বদলি ঘিরে অভিযোগ

আন্দোলনের প্রতিক্রিয়ায় বদলি! বৃহস্পতিবার দুই কর্মীর বদলি ঘিরে এমনই অভিযোগ করছে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ জুন ২০১৮ ০৩:১৬
Share: Save:

আন্দোলনের প্রতিক্রিয়ায় বদলি! বৃহস্পতিবার দুই কর্মীর বদলি ঘিরে এমনই অভিযোগ করছে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলি।

পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)-এর এক সহ সচিব বিপুল রায়কে এ দিন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে বদলি করা হয়েছে। তাঁকে কাজ করতে হবে কালিম্পং জেলার গরুবাথানের বিডিও দফতরে। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়নের সভাপতি ফটিক দে-র বক্তব্য, ‘‘পিএসসি সাংবিধানিক সংস্থা। এখানকার কর্মীদের এ ভাবে বদলি করা যায় না। ডব্লিউবিসিএস পরীক্ষায় অনিয়মের অভিযোগ নিয়ে আন্দোলন করার ফলেই বিপুলবাবুকে অন্যায় ভাবে বদলি করা হল।’’ একই দিনে রাজ্য সরকারের পরিকল্পনা দফতরের কর্মী সঙ্কেত চক্রবর্তীকেও বদলি করা হয়েছে সমাজকল্যাণ দফতরে। তাঁকে কাজ করতে হবে কালিম্পঙের বিডিও দফতরে। ফরওয়ার্ড ব্লক প্রভাবিত রাজ্য সরকারি কর্মী সংগঠন স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সঙ্কেতবাবু দীর্ঘ দিন ধরেই তৃণমূল সরকারের বিরুদ্ধে নানা আন্দোলনে যুক্ত। সম্প্রতি তিনি তথ্য জানার অধিকার আইনে মুখ্যমন্ত্রীর দফতর, কলকাতা পুলিশ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের কিছু তথ্য জানতে চেয়েছিলেন। স্টিয়ারিং কমিটির অভিযোগ, সেই কারণেই সঙ্কেতবাবুকে বদলি করা হল। নবান্নের এক শীর্ষ কর্তা জানান, কর্মীদের যে কোনও জায়গায় বদলি করার অধিকার রাজ্য সরকারের আছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Transfer State Government Employee PSC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE