Advertisement
২৪ এপ্রিল ২০২৪

‘বিজেপি-র সঙ্গেও হাত মিলিয়ে রামধনু জোট করছে ওরা’

ছিল ‘কং ধনু’ আর ‘বাম ধনু’দের জোট! আর এ বার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপি-র হাতে হাত মিলিয়ে সিপিএম ও কংগ্রেস গড়ে তুলবে ‘রামধনু জোট’! মুর্শিদাবাদের সুতিতে একটি নির্বাচনী জনসভায় বৃহস্পতিবার এ কথা বলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়।- ফাইল চিত্র।

মমতা বন্দ্যোপাধ্যায়।- ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ মার্চ ২০১৬ ১৪:৫৫
Share: Save:

ছিল ‘কং ধনু’ আর ‘বাম ধনু’দের জোট! আর এ বার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপি-র হাতে হাত মিলিয়ে সিপিএম ও কংগ্রেস গড়ে তুলবে ‘রামধনু জোট’!

মুর্শিদাবাদের সুতিতে একটি নির্বাচনী জনসভায় বৃহস্পতিবার এ কথা বলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘‘আমার কাছে খবর আছে, ওরা (সিপিএম, কংগ্রেস) তৃণমূল কংগ্রেসকে জব্দ করতে কোথাও কোথাও বিজেপি-র সঙ্গে হাত মিলিয়েছে। ভোটের দিন যত এগিয়ে আসবে, ওরা তত বেশি করে হাত মেলাবে। আসলে এ রাজ্যে বিজেপি-র একা লড়ার ক্ষমতা নেই। কারও না কারও সঙ্গে জোট বেঁধেই ওদের (বিজেপি) পশ্চিমবঙ্গে লড়তে হবে। আগে মুখ থাকত। মুখোশও থাকত। এখন মুখটাই ওদের মুখোশ হয়ে গিয়েছে।’’

আরও পড়ুন- তৃণমূলকে হারাতে সব করব, বার্তা সিপিএমের

যাদের সঙ্গে জোট বেঁধে গত বিধানসভা ভোটে লড়েছিল তৃণমূল, সেই কংগ্রেসকে আলাদা ভাবে বিঁধতেও এ দিন পিছিয়ে থাকেননি মমতা। বলেছেন, ‘‘১৯৯৮ সালেই বুঝেছিলাম কংগ্রেসের পতাকাটা বিক্রি হয়ে গিয়েছে!’’

কিন্তু, তার পরেও কী ভাবে গত বিধানসভায় কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছিল তৃণমূল, তার কোনও জবাব মমতার ভাষণে এ দিন পাওয়া যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE