Advertisement
২৫ এপ্রিল ২০২৪

কংগ্রেস বিধায়ক প্রমথনাথ প্রয়াত

কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে ১৯৯৬, ২০০১, ২০১১ ও ২০১৬ সালে কংগ্রেসের প্রতীকে নির্বাচিত হয়েছিলেন প্রমথবাবু। তৃণমূলের সঙ্গে জোট বেঁধে ২০১১ সালে রাজ্যে ‘পরিবর্তন’-এর সরকার আনার পরে প্রতিমন্ত্রী করা হয়েছিল তাঁকে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০১ জুন ২০১৯ ০৪:৪৩
Share: Save:

প্রয়াত হলেন কালিয়াগঞ্জের চার বারের বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রমথনাথ রায় (৭৪)। ক্যান্সারে আক্রান্ত হয়ে কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়।

কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে ১৯৯৬, ২০০১, ২০১১ ও ২০১৬ সালে কংগ্রেসের প্রতীকে নির্বাচিত হয়েছিলেন প্রমথবাবু। তৃণমূলের সঙ্গে জোট বেঁধে ২০১১ সালে রাজ্যে ‘পরিবর্তন’-এর সরকার আনার পরে প্রতিমন্ত্রী করা হয়েছিল তাঁকে। এ বার লোকসভা ভোটে অবশ্য নিজের বিধানসভা এলাকায় বিজেপির কাছে পিছিয়ে পড়েছিলেন তিনি।

প্রমথবাবুর মরদেহ এ দিন বিধানসভায় আনা হলে বিরোধী দলনেতা আব্দুল মান্নান, উত্তর দিনাজপুর জেলারই মন্ত্রী গোলাম রব্বানি, তৃণমূলের কল্লোল খাঁ, কংগ্রেসের সুখবিলাস বর্মা, অসিত মিত্র, সুনীল তিরকি, ফিরোজা বেগম, ভূপেন্দ্রনাথ হালদার প্রমুখ বিধায়ক শ্রদ্ধা জানান। গভীর শোকপ্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রও। বিধানসভা থেকেই প্রমথবাবুর মরদেহ রওনা হয়ে যায় কালিয়াগঞ্জের পথে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pramatha Nath Ray Congress Death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE