Advertisement
২৪ এপ্রিল ২০২৪

সামাজিক মাধ্যমে লেখালেখিতে মুখ্যমন্ত্রীর ‘সম্মানহানি’, পুলিশি হেফাজতে অভিযুক্ত কংগ্রেসের সন্ময়

সামাজিক মাধ্যম বা অন্যত্র কোনও লেখার জন্য কেউ কারও বিরুদ্ধে মানহানির মামলা করতে পারেন। কিন্তু পুলিশ দিয়ে এ ভাবে তুলে নিয়ে যাওয়া হবে কেন, সেই প্রশ্ন উঠেছে নানা মহলেই।

সন্ময় বন্দ্যোপাধ্যায়কে আদালতে তোলার আগে। ছবি: সুজিত মাহাতো

সন্ময় বন্দ্যোপাধ্যায়কে আদালতে তোলার আগে। ছবি: সুজিত মাহাতো

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া ও কলকাতা শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০১৯ ০৩:৫১
Share: Save:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সম্মানহানি করে সামাজিক মাধ্যমে লেখালেখি করার অভিযোগে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সন্ময় বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করল পুলিশ। আগরপাড়ায় তাঁর বাড়ির এলাকা থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় ৫০-৬০ জনের একটি দল সন্ময়বাবুকে তুলে নিয়ে যায়। খড়দহ থানা তাঁর পরিবারের লোকজনকে জানিয়েছিল, পুরুলিয়া পুলিশ তাঁকে নিয়ে গিয়েছে। পুরুলিয়া আদালতে শুক্রবার সন্ময়বাবুকে তোলা হলে সিজেএম রিম্পা রায় তাঁকে দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

সামাজিক মাধ্যম বা অন্যত্র কোনও লেখার জন্য কেউ কারও বিরুদ্ধে মানহানির মামলা করতে পারেন। কিন্তু পুলিশ দিয়ে এ ভাবে তুলে নিয়ে যাওয়া হবে কেন, সেই প্রশ্ন উঠেছে নানা মহলেই। অভিযোগ উঠেছে রাজরোষে বাক্-স্বাধীনতা খর্ব করার। সন্ময়বাবুর ঘটনা ফিরিয়ে এনেছে ব্যঙ্গচিত্র ফরওয়ার্ড করায় অম্বিকেশ মহাপাত্রকে গ্রেফতার করার স্মৃতিও। খড়দহ থানার সামনে এবং এলাকায় রাস্তা অবরোধে করে এ দিন বিক্ষোভ দেখিয়েছেন কংগ্রেস ও সিপিএমের স্থানীয় কর্মী-সমর্থকেরা। প্রদেশ যুব কংগ্রেস সভাপতি শাদাব খান কাল, রবিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত রাজ্য জুড়ে পথ অবরোধের ডাক দিয়েছেন। তৃণমূল শীর্ষ নেতৃত্ব অবশ্য এ দিনও মন্তব্যে যেতে নারাজ।

রঘুনাথপুরের বাসিন্দা তথা পুরুলিয়া জেলা যুব তৃণমূলের সহ-সভাপতি প্রণব দেওঘরিয়া পুরুলিয়া জেলা সাইবার ক্রাইম সেলে সন্ময়বাবুর বিরুদ্ধে ২৩ সেপ্টেম্বর রাজ্যের তিন শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বের সম্মান নষ্ট করার অভিযোগ দায়ের করেন। সন্ময়বাবুর বিরুদ্ধে জালিয়াতি, সুনাম নষ্ট, মানহানি, উস্কানিমূলক মন্তব্য করার (যার জেরে শান্তিভঙ্গের আশঙ্কা রয়েছে)-সহ একাধিক ধারায় মামলা দেওয়া হয়েছে। ধৃতের জামিনের বিরোধিতা করে সরকারি আইনজীবী বলেছেন, ছাড় পেলে অভিযুক্ত আবার একই কাজ করতে পারেন। পুরুলিয়ার পুলিশ সুপার আকাশ মাঘারিয়ার স‌ংক্ষিপ্ত মন্তব্য, ‘‘ধৃতকে জেরা করা হবে।’’ তৃণমূল নেতা প্রণববাবু অবশ্য কোনও মন্তব্য করতে চাননি। আদালতে তোলার সময়ে সন্ময়বাবুও সাংবাদিকের প্রশ্নে মুখ খোলেননি।

কোন ধারায় মামলা

• ভারতীয় দণ্ডবিধির ৪৬৫ ধারা: প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি (জামিনযোগ্য)
• ৪৬৯ ধারা: সুনাম নষ্টের উদ্দেশ্যে জালিয়াতি (জামিনযোগ্য)
• ৫০০ ধারা: মানহানি করা (জামিনযোগ্য)
• ৫০৪ ধারা: উস্কানিমূলক বক্তব্যে শান্তিভঙ্গ করা (জামিনযোগ্য)
• ৫০৫ (১) (বি) ধারা: জনসাধারণের ক্ষতি করে, এমন বিবৃতি দেওয়া (জামিন অযোগ্য)
• তথ্যপ্রযুক্তি আইনের ৬৬ নম্বর ধারা: জাল ইলেকট্রনিক নথি তৈরি করে গুজব ছড়ানো, যাতে মানহানি বা ক্ষতি হয় (জামিনযোগ্য)


(সব ক’টিই ফৌজদারি মামলা)

সাত বছর আগে নিজের অভিজ্ঞতার সঙ্গে তুলনা টেনে অম্বিকেশবাবু এ দিন বলেছেন, ‘‘আমাকে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়েছিল। সেটা করলে স্থানীয় মানুষের বিক্ষোভের সম্ভাবনা থাকে। পুলিশ সন্ময়বাবুকে খড়দহ থেকে পুরুলিয়া নিয়ে গিয়ে মামলা দিয়েছে! সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করলেও সামাজিক মাধ্যমে এখন খোলাখুলি মত দেওয়ার সুযোগ থাকে। এই সরকার সেটাও বন্ধ করতে চাইছে।’’ সন্ময়বাবুর পরিবারের পাশে দাঁড়ানো এবং মানবাধিকার কমিশনে অভিযোগ জানানোর কথা বলেছেন অম্বিকেশবাবু।

সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এ দিন কলকাতায় বলেছেন, ‘‘কেন্দ্রের বিজেপি সরকার যে ভাবে বিরোধী কণ্ঠকে স্তব্ধ করতে চাইছে, পি চিদম্বরমের গ্রেফতারে যার ইঙ্গিত আছে, সেই একই কাজ বাংলায় তৃণমূলের সরকার করছে।’’ সেন্ট্রাল অ্যাভিনিউয়ে বিক্ষোভ-সভায় একই কথা বলেছেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও কংগ্রেসের সচেতক মনোজ চক্রবর্তী। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেছেন, ‘‘রাজীব কুমারকে বাঁচাতে মুখ্যমন্ত্রী ধর্নায় বসেন আর সেই পুলিশ-প্রশাসনকে ব্যবহার করে সন্ময়ের মতো প্রতিবাদীদের হেনস্থা করেন। পথে নেমেই আমরা প্রতিবাদ করব।’’

বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহের বক্তব্য, ‘‘মমতা বন্দ্যোপাধ্য়ায় দেশের অন্যান্য রাজ্যের গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি নিজে এ রাজ্যে গণতন্ত্রের যে ধাঁচ চালাচ্ছেন, তা মানলে তো দেশ ধ্বংস হয়ে যাবে। এটা তো স্বৈরতন্ত্র!’’পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ অবশ্যে বলেছেন, ‘‘সন্ময়বাবুর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আছে। আইন আইনের পথে চলবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Congress Mamata Banerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE