Advertisement
১৯ এপ্রিল ২০২৪

আসছেন চিদম্বরম, নোট বাতিল নিয়ে বিক্ষোভের ডাক

নোট বাতিলের সিদ্ধান্তের ফলে আখেরে কার লাভ হয়েছে, রাস্তায় নেমে সেই প্রশ্নই তুলবে তারা

পি চিদম্বরম

পি চিদম্বরম

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৮ ০৩:৪০
Share: Save:

নরেন্দ্র মোদীর ‘নোট বাতিল’ সিদ্ধান্তের প্রতিবাদে দেশ জুড়ে ধর্না-বিক্ষোভে নামছে কংগ্রেস। নোট বাতিলের সিদ্ধান্তের ফলে আখেরে কার লাভ হয়েছে, রাস্তায় নেমে সেই প্রশ্নই তুলবে তারা। নোট বাতিলের দ্বিতীয় বর্ষপূর্তির দিনেই আজ, বৃহস্পতিবার কলকাতায় এসে ওই পদক্ষেপের বিরুদ্ধে সরব হবেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম।

কংগ্রেসের সর্বভারতীয় ইস্তাহার কমিটির চেয়ারম্যান চিদম্বরমের এ বারের কলকাতা সফরের মূল উদ্দেশ্য মুখোমুখি আলোচনার আসর থেকে জনমত সংগ্রহ। লোকসভা নির্বাচনের ইস্তাহার তৈরির আগে সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিদের মতামত নিতে চেয়েছেন রাহুল গাঁধী। সেই পরিকল্পনা অনুযায়ীই ইস্তাহার কমিটির সদস্যেরা নানা রাজ্যে, নানা শহরে যাচ্ছেন। শশী তারুর গত সপ্তাহে কলকাতায় এসেছিলেন ওই কাজেই। তিনি মত বিনিময় করেছিলেন পরিবেশ সংক্রান্ত বিষয়ে। চিদম্বরম এসে মুখোমুখি হবেন অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প মহলের প্রতিনিধিদের। মৌলালি যুবকেন্দ্রে ওই আলোচনার আসরের ব্যবস্থা করেছে প্রদেশ কংগ্রেস। তার আগে বিধান ভবনে নোট বাতিল নিয়ে সরব হওয়ার কথা চিদম্বরমের।

সব রাজ্যে কাল, শুক্রবার নোট বাতিলের বিরুদ্ধে ধর্না ও বিক্ষোভের কর্মসূচি নিতে বলেছে এআইসিসি। তবে বাংলায় কালীপুজো ও ভাইফোঁটার জন্য ৯ নভেম্বরের বদলে ওই কর্মসূচি হবে পর দিন ১০ নভেম্বর। প্রদেশ কংগ্রেসের এক নেতার কথায়, ‘‘কলকাতার পাশাপাশি সব জেলা সদরে কিছু কর্মসূচি থাকবে।’’ মোদীর ‘তুঘলকি ফরমানে’র জেরে শুধু বিজেপি নেতা ও তাঁদের ঘনিষ্ঠ ব্যবসায়ী ছাড়া আর কারও কোনও সুবিধা হয়নি, এই অভিযোগই সামনে রাখছে কংগ্রেস। নোট বাতিল নিয়ে বিরোধীরা প্রশ্ন তোলায় প্রধানমন্ত্রী মোদী দু’বছর আগে বলেছিলেন, ওই পরিকল্পনায় দেশের অর্থনীতির ভাল না হলে জনসমক্ষে যে কোনও জায়গায় তাঁকে ফাঁসিতে ঝোলানো যেতে পারে! মোদীর সেই ‘ঘোষণা’ও এখন আবার জনতাকে মনে করিয়ে দিতে চাইছেন চিদম্বরমেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Politics Narendra Modi P Chidambaram
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE