Advertisement
১৮ এপ্রিল ২০২৪

রাফাল-পুস্তিকায় প্রচার কংগ্রেসের

লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদী সরকারকে কোণঠাসা করতে রাফাল-দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করছে কংগ্রেস

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৮ ০২:২৫
Share: Save:

লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদী সরকারকে কোণঠাসা করতে রাফাল-দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করছে কংগ্রেস। সেই লক্ষ্যেই এ বার রাফাল চুক্তির উপরে পুস্তিকা তৈরি করল তারা। সেখানে প্রশ্ন তোলা হয়েছে, রাফাল বিমানপিছু কত দাম পড়েছে, কেন্দ্রীয় সরকার কেন তা খোলসা করছে না? প্রতিরক্ষা ক্ষেত্রে যুদ্ধাস্ত্র বা আনুষঙ্গিক বিষয়ের প্রযুক্তি প্রকাশ করা হয় না। কিন্তু দাম জানাতে কোনও বাধা নেই। পুস্তিকায় উদাহরণ দেওয়া হয়েছে, দেশের সংসদে অনতি অতীতেই প্রতিরক্ষামন্ত্রী যুদ্ধজাহাজ বা সরঞ্জামের দাম নিয়ে প্রশ্নের জবাবে তথ্য দিয়েছেন। তা হলে এখন প্রতিরক্ষামন্ত্রী কেন রাফাল বিমানের দাম জানাচ্ছেন না? কেনই বা সরকারি সংস্থা হ্যাল-কে বঞ্চিত করে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ শিল্পপতির সংস্থাকে বরাত দেওয়া হল? এআইসিসি-র জনসংযোগ বিভাগের তৈরি ওই পুস্তিকা সব রাজ্যের কংগ্রেসকে দেওয়া হয়েছে আলাদা আলাদা ভাষায় তৈরি করে প্রচার তুঙ্গে নিয়ে যাওয়ার জন্য। কলকাতায় বিধান ভবনে আজ, শনিবার ওই পুস্তিকা প্রকাশ করার কথা কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Congress Rafale
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE