Advertisement
১৯ এপ্রিল ২০২৪

পঞ্চায়েতে অধিকার ক্ষুণ্ণ, রিপোর্ট গৌড়া কমিটির

সংবিধানের ৭৩ ও ৭৪তম সংশোধনীর প্রেক্ষিতে পঞ্চায়েত তৃণমূল স্তরে গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।

বাংলায় বিগত পঞ্চায়েত ভোটে মানুষের সেই সাংবিধানিক অধিকার সব রকম ভাবে লঙ্ঘিত হয়েছে বলেই রিপোর্ট দিল গৌড়া কমিটি। —ফাইল চিত্র।

বাংলায় বিগত পঞ্চায়েত ভোটে মানুষের সেই সাংবিধানিক অধিকার সব রকম ভাবে লঙ্ঘিত হয়েছে বলেই রিপোর্ট দিল গৌড়া কমিটি। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ০০:৪৯
Share: Save:

সংবিধানের ৭৩ ও ৭৪তম সংশোধনীর প্রেক্ষিতে পঞ্চায়েত তৃণমূল স্তরে গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।

কিন্তু বাংলায় বিগত পঞ্চায়েত ভোটে মানুষের সেই সাংবিধানিক অধিকার সব রকম ভাবে লঙ্ঘিত হয়েছে বলেই রিপোর্ট দিল গৌড়া কমিটি। ‘সেভ ডেমোক্র্যাসি ফোরামে’র ডাকে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি গোপাল গৌড়া, রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব অর্ধেন্দু সেন ও যোজনা কমিশনের প্রাক্তন সদস্য হামিদা সইদকে নিয়ে গঠিত তথ্যানুসন্ধান কমিটি বাংলায় এসে সব রাজনৈতিক দল ও জেলায় ঘুরে আক্রান্তদের অনেকের সঙ্গে কথা বলেছিল।

সেই কমিটির চূড়ান্ত রিপোর্টই কলকাতা প্রেস ক্লাবে প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়, বিরোধী দলনেতা আব্দুল মান্নান, অর্ধেন্দুবাবু, আইনজীবী বিকাশ ভট্টাচার্য প্রমুখ। রিপোর্টে বলা হয়েছে, বাংলার সব জেলার প্রায় সব থানায় কোনও না কোনও দলের তরফে পঞ্চায়েত হিংসা নিয়ে অভিযোগ জানানো হলেও প্রশাসন ব্যবস্থা নেয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE