Advertisement
১৯ এপ্রিল ২০২৪

দেবশ্রীর ‘চিঠি’ ঘিরে নয়া বিতর্ক

এ বার বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে লেখা দেবশ্রীর একটি ‘চিঠি’ ঘিরে বিতর্ক দেখা দিল।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৯ ০০:৩২
Share: Save:

তৃণমূল ছেড়ে শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় যে দিন বিজেপিতে যোগ দিয়েছিলেন, সে দিন দিল্লিতে কেন্দ্রীয় শাসক দলের সদর দফতরে দেখা গিয়েছিল তৃণমূলের আর এক বিধায়ক দেবশ্রী রায়কে। সেই ঘটনা ঘিরে বিতর্কের রেশ থিতিয়ে যাওয়ার আগেই এ বার বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে লেখা দেবশ্রীর একটি ‘চিঠি’ ঘিরে বিতর্ক দেখা দিল। রায়দিঘির তৃণমূল বিধায়কের নামে যে চিঠি বুধবার প্রকাশ্যে এসেছে, সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের কাছে তিনি নিরাপত্তার আর্জি জানাচ্ছেন। কারণ, তিনি দল বদলে বিজেপিতে যোগ দিতে চান এবং তা করলে তাঁর প্রাণসংশয়ের আশঙ্কা আছে। দেবশ্রী অবশ্য দাবি করেছেন, ওই চিঠি ‘ভুয়ো’। তাঁর বক্তব্য, ‘‘বিজেপিতে যোগ দেওয়ার আমার ইচ্ছা নেই এবং এমন কোনও চিঠিও আমি লিখিনি।’’ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘‘একটা চিঠির কথা শুনেছি। কিন্তু দেবশ্রী চিঠির কথা অস্বীকার করেছেন। জানি না, কী হয়েছে। তবে তৃণমূলের অনেকেই এমন আশঙ্কায় ভুগছেন।’’ বনগাঁর বিধায়ক বিশ্বজিৎ দাসের উপরে হামলার প্রসঙ্গ টেনেছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Debashree Roy TMC BJP Amit Shah
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE