Advertisement
২০ এপ্রিল ২০২৪

বাংলায় আতঙ্কের আবহ দেখছে গেরুয়া

বিশ্ব হিন্দু পরিষদের এই মন্তব্যের তীব্র নিন্দা করে তৃণমূল নেতা তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এ দিন বলেন, ‘‘বাংলার মানুষকে অনিশ্চয়তার মধ্যে রেখে এনআরসি-র নামে যারা মানুষ মারছে, তাদের মুখে এ সব কথা মানায় না।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৯ ০৩:৪৩
Share: Save:

জাতীয় নাগরিক পঞ্জির (এনআরসি) পক্ষে সওয়াল করতে গিয়ে বাংলাকে ‘জঙ্গিদের মুক্তভূমি’ বলে গেলেন বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সাধারণ সম্পাদক মিলিন্দ পারান্দে। বুধবার কলকাতায় তিনি বলেন, ‘‘এনআরসি’র বিরুদ্ধে কথা বলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গিদের মদত দিচ্ছেন এবং হিন্দুদের সমস্যায় ফেলছেন।’’

বিশ্ব হিন্দু পরিষদের এই মন্তব্যের তীব্র নিন্দা করে তৃণমূল নেতা তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এ দিন বলেন, ‘‘বাংলার মানুষকে অনিশ্চয়তার মধ্যে রেখে এনআরসি-র নামে যারা মানুষ মারছে, তাদের মুখে এ সব কথা মানায় না। এনআরসি আতঙ্ক তৈরি করে মানুষ হত্যা আগে বন্ধ করুন। সাধারণ মানুষ মারা যাচ্ছেন। এর দায়িত্ব কে নেবে?’’

যদিও এ দিনও কীর্তন শিল্পীদের এক অনুষ্ঠানে যোগ দিতে এসে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় ফের দাবি করেন, ‘‘এনআরসি নিয়ে বাংলায় আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। বলা হচ্ছে, এনআরসি হলে সকলকে বাইরে চলে যেতে হবে। আশ্বাস দিচ্ছি, বাংলায় এনআরসি হলে এক জন হিন্দুর গায়েও হাত লাগবে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

VHP Milind Parande NRC Controversy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE