Advertisement
২৫ এপ্রিল ২০২৪
IIT Kharagpur

কেন ফাঁকা নয় হস্টেল, উঠছে প্রশ্ন

কর্তৃপক্ষ অবশ্য জানাচ্ছেন, জোর করে কাউকে আটকে রাখা হচ্ছে না। কেউ চাইলে অনুমতি নিয়ে চলে যেতেই পারেন।  

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ২১ মার্চ ২০২০ ০৫:২৩
Share: Save:

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে হস্টেল ফাঁকা করার নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ। তবে খড়্গপুর আইআইটিতে কেন্দ্রীয় ভাবে এখনও এমন কোনও নির্দেশ জারি হয়নি। এতে আশঙ্কাও করছেন ওই প্রযুক্তি প্রতিষ্ঠানের একাংশ ছাত্র। হায়দরাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সব পড়ুয়াকে হস্টেল খালি করার নির্দেশ দিয়েছে। এনআইটি দুর্গাপুর-ও একই নির্দেশ জারি করেছে। শুধু যে সব ভিন্‌ রাজ্যের পড়ুয়া করোনা আক্রান্ত এলাকার বাসিন্দা, তাঁরা হস্টেলে থাকতে চাইলে তাঁদের থাকার বন্দোবস্ত করা হয়েছে। একই ভাবে শিবপুর আইআইইএসটি কর্তৃপক্ষও বিদেশি ছাত্র বাদে সব পড়ুয়াকে হস্টেল ফাঁকা করার নির্দেশ দিয়েছেন। যদি কোনও বিদেশি পড়ুয়াও চলে যেতে চান, তবে তাঁকে কর্তৃপক্ষের বিশেষ অনুমতি নিতে হবে। খড়্গপুর আইআইটি অবশ্য ইচ্ছুক পড়ুয়াদের হস্টেল ছাড়ার অনুমতি দিচ্ছেন। আর যাঁরা হস্টেলে থেকে গিয়েছেন, তাঁদের জন্য নেওয়া হয়েছে নানা সতর্কতামূলক ব্যবস্থা। তবে মেসে খাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার নিয়ম মানা যাচ্ছে না বলেই ছাত্রদের বক্তব্য। কর্তৃপক্ষ অবশ্য জানাচ্ছেন, জোর করে কাউকে আটকে রাখা হচ্ছে না। কেউ চাইলে অনুমতি নিয়ে চলে যেতেই পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IIT Kharagpur Coronavirus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE