Advertisement
২৪ এপ্রিল ২০২৪

কারা দফতরে নিজস্ব মূল্যায়ন অনলাইনে

প্রদীপ্তকান্তি ঘোষ
কলকাতা শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৮ ০৫:২৭
Share: Save:

শুধু ছাত্র ভর্তিতেই অনলাইন নয়। এ বার অফিসারদের মূল্যায়নী রিপোর্টও জমা দিতে হবে অনলাইনে। সোমবার কারা দফতরের ডিরেক্টরেটের এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ওই দফতরের গ্রুপ-এ অফিসারদের ব্যক্তিগত মূল্যায়ন করতে হবে। অনলাইনে জমা পড়বে সেই নিজস্ব মূল্যায়ন রিপোর্ট। এত দিন গ্রুপ-এ অফিসারদের অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট বা এসিআর জমা দিতে হত।

বেতন-কাঠামো অনুযায়ী রাজ্য সরকারের অফিসারদের চারটি ভাগ। কোনও কোনও দফতরে ইতিমধ্যে গ্রুপ-এ অফিসারদের নিজস্ব মূল্যায়ন পদ্ধতি শুরু হলেও অনলাইনে তা জমা দেওয়া শুরু হয়নি। কারা দফতরের গ্রুপ-এ অফিসারেরা এ বার সেই তালিকাভুক্ত হলেন। এবং এক ধাপ এগিয়ে তাঁদের নিজস্ব মূল্যায়ন অনলাইনের মাধ্যমে করতে হবে বলে কার দফতর সূত্রের খবর।

এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন দফতরের পদস্থ কর্তারা, কেন্দ্রীয় ও জেলা সংশোধনাগারের সুপারেরা। ঠিক হয়েছে, কারা দফতরের অন্য গ্রুপের অফিসারের আগের মতো এসিআর জমা দেবেন। করণিকেরা দেবেন ওপিআর (ওপেন পারফরম্যান্স রিপোর্ট)। গ্রুপ-এ অফিসারদের ক্ষেত্রে হঠাৎ নতুন পদ্ধতি কেন? এক কর্তা বলেন, ‘‘অনেক দফতরে এটা আগেই শুরু হয়েছে। কারা দফতরেও আলোচনা চলছিল। এ বার তা বাস্তবায়িত হতে চলেছে।’’ রাজ্যের বিভিন্ন জেলে ম্যানুফ্যাকচারিং ইউনিট চলছে। তবে অধিকাংশ মহকুমা জেলে তা চালু করা যায়নি। এ দিনের বৈঠকে এই নিয়ে উষ্মা প্রকাশ করেন কারা দফতরের কর্তারা। এ ছাড়া সংশোধনাগারে পূর্ত দফতরের কাজকর্মও নিয়ে আলোচনা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Review Online
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE