Advertisement
১৯ এপ্রিল ২০২৪

সিপিআইয়ের নতুন সম্পাদক

রাজ্য সম্মেলনের পরে ৯ জন পূর্ণ সময়ের ও চার জন আমন্ত্রিত সদস্যকে নিয়ে মোট ১৩ জনের রাজ্য সম্পাদকমণ্ডলী গঠিত হয়েছিল সিপিআইয়ে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৮ ০৩:২০
Share: Save:

সিপিআইয়ের নতুন রাজ্য সম্পাদক হলেন স্বপন বন্দ্যোপাধ্যায়। তমলুকে গত ডিসেম্বরে দলের রাজ্য সম্মেলনে তিনি সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। রাজ্য সম্পাদক প্রবোধ পণ্ডার আকস্মিক মৃত্যুর পরে শনিবার সিপিআইয়ের রাজ্য কার্যনির্বাহী সমিতি ও রাজ্য পরিষদ বৈঠকে বসে উত্তর ২৪ পরগনার নেতা স্বপনবাবুকেই পূর্ণ সময়ের দায়িত্ব দিয়েছে। সেই সঙ্গেই ঠিক হয়েছে, আগামী ২৮ মার্চ মহাজাতি সদনে প্রবোধবাবুর স্মরণসভা হবে।

রাজ্য সম্মেলনের পরে ৯ জন পূর্ণ সময়ের ও চার জন আমন্ত্রিত সদস্যকে নিয়ে মোট ১৩ জনের রাজ্য সম্পাদকমণ্ডলী গঠিত হয়েছিল সিপিআইয়ে। এআইটিইউসি-র দুই নেতা রণজিৎ গুহ ও দেবাশিস দত্তকে অব্যাহতি দিয়ে রাজ্য সম্পাদকমণ্ডলীতে আনা হয়েছিল তপন গঙ্গোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। প্রবোধবাবুর মৃত্যুতে আপাতত তাঁর জায়গায় কাউকে নেওয়া হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE