Advertisement
২০ এপ্রিল ২০২৪
CPIM

লোকসভা নির্বাচনে কংগ্রেসের জন্য দরজা খোলাই আলিমুদ্দিনে

বিজেপির মোকাবিলায় অন্যতম প্রধান ধর্মনিরপেক্ষ শক্তি হিসেবে কংগ্রেসের সঙ্গে রাজনৈতিক বোঝাপড়ার পথ খুলে গিয়েছিল হায়দরাবাদ পার্টি কংগ্রেসেই। তবে লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে সমঝোতার পথে সিলমোহর দেওয়ার আগে আরও কিছুটা সময় নেওয়ার কৌশল নিয়েছে সিপিএমের কেন্দ্রীয় কমিটি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৮ ০৪:১৫
Share: Save:

আগামী লোকসভা নির্বাচনে বাংলায় কংগ্রেসের হাত ধরেই চলতে চাইছে সিপিএম। বিজেপি ও তৃণমূলের বিরোধী ভোটকে এক জায়গায় আনার চেষ্টা শুরু করতে বলা হল দলের রাজ্য কমিটির বৈঠকে। সরাসরি নাম না করলেও যে বার্তায় কংগ্রেসের সঙ্গে সমঝোতার ইঙ্গিত স্পষ্ট।

বিজেপির মোকাবিলায় অন্যতম প্রধান ধর্মনিরপেক্ষ শক্তি হিসেবে কংগ্রেসের সঙ্গে রাজনৈতিক বোঝাপড়ার পথ খুলে গিয়েছিল হায়দরাবাদ পার্টি কংগ্রেসেই। তবে লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে সমঝোতার পথে সিলমোহর দেওয়ার আগে আরও কিছুটা সময় নেওয়ার কৌশল নিয়েছে সিপিএমের কেন্দ্রীয় কমিটি। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীশগঢ়ে বিধানসভা ভোটের আগে কংগ্রেস আসন ভাগাভাগির ক্ষেত্রে কঠোর অবস্থান নেওয়ার ফলেই সিপিএম সর্বভারতীয় স্তরে তড়িঘড়ি সিদ্ধান্ত নিচ্ছে না। কিন্তু বাংলার নেতারা কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা চেয়েই কেন্দ্রীয় কমিটিতে সওয়াল করেছেন। দলীয় সূত্রের খবর, এর পরে শুক্রবার থেকে আলিমুদ্দিনে শুরু হওয়া রাজ্য কমিটির বৈঠকে দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বার্তা দিয়েছেন, এ রাজ্যে বিজেপি এবং তৃণমূলের বিরোধী ভোটকে এক জায়গায় আনতে হবে— এই লক্ষ্য নিয়েই এগোতে হবে।

রাজ্য কমিটির বৈঠকের শেষ দিনে আজ, শনিবার উপস্থিত থাকার কথা দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির। তিনিই জাতীয় পরিস্থিতির প্রেক্ষিতে কেন্দ্রীয় কমিটির অবস্থান ব্যাখ্যা করবেন। লোকসভা ভোটের আগে কলকাতায় ব্রিগে়ড সমাবেশের দিনক্ষণও আজ বৈঠকে চূড়়ান্ত হওয়ার কথা। দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর এক সদস্যের কথায়, ‘‘শুধু ব্রিগেডই নয়। পুজোর পর একগুচ্ছ কর্মসূচি নিয়ে রাস্তাতেও নামতে হবে।’’

জেলায় জেলায় সদ্যসমাপ্ত ‘অধিকার যাত্রা’য় ভাল সাড়া মিলেছে বলেই বৈঠকে মত দিয়েছেন নেতারা। তবে রাজ্য সম্পাদক সূর্যবাবু কবুল করেছেন, বিপিএমও-র পদযাত্রার শুরুটা ভাল হলেও শেষ ভাল হয়নি!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CPIM Congress Alliance
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE