Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বাংলায় গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হচ্ছে: ইয়েচুরি

কোচবিহারের হামলার দৃষ্টান্ত দেখিয়ে বাংলায় গণতন্ত্রের হত্যার অভিযোগ ফের তুলছে সিপিএম।

সীতারাম ইয়েচুরি।

সীতারাম ইয়েচুরি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ জুন ২০১৮ ০৩:২৭
Share: Save:

পঞ্চায়েত ভোটের পরে পুরুলিয়ায় পরপর দলের দুই কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা নিয়ে সরব হয়েছে বিজেপি। একই ভাবে কোচবিহারের হামলার দৃষ্টান্ত দেখিয়ে বাংলায় গণতন্ত্রের হত্যার অভিযোগ ফের তুলছে সিপিএম। পুরুলিয়ার বলরামপুরে দ্বিতীয় বিজেপি কর্মীর মৃত্যুতে আত্মহত্যার তত্ত্ব দিয়েছে পুলিশ। সিপিএম নেতাদের অভিযোগ, পঞ্চায়েত ভোটের আগের রাতে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে তাঁদের দলের কর্মী এক দম্পতির পুড়ে মৃত্যুর ঘটনাকেও ‘শট সার্কিট’ বলে চাপা দিতে চেয়েছিল পুলিশ। আন্দোলন, বিক্ষোভের পরে ওই দম্পতির ছেলের কাছ থেকে খুনের অভিযোগ নেওয়া হয়েছে। সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির বক্তব্য, ‘‘২০১১ সালের পর থেকেই বাংলায় বামেরা তৃণমূলের হামলার নিশানা। কোচবিহারের ঘটনায় ফের স্পষ্ট, বাংলায় গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হচ্ছে! তবে এই আক্রমণের প্রতিরোধ করেই আমাদের লড়তে হবে গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের জন্য।’’ দলীয় সূত্রের খবর, কোচবিহারের জামালদহে আগামী শনিবার যাবেন সিপিএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম ও কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। প্রতিবাদ সভা হওয়ার কথা সেখানে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Politics Sitaram Yechury CPIM Cooch Behar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE