Advertisement
২৩ এপ্রিল ২০২৪

জেলা নেতৃত্ব থেকে বাদ খোকন

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের একদা ঘনিষ্ঠ যাদবপুরের সিপিএম নেতা খোকন ঘোষ দস্তিদারকে দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদকমণ্ডলী থেকে সরিয়ে দেওয়া হল। বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী থাকাকালীনই খোকনবাবুর নানা কার্যকলাপ নিয়ে দলের একাংশ প্রশ্ন তুলেছিলেন। পরবর্তী কালে বুদ্ধবাবুর সঙ্গে খোকনবাবুর দূরত্ব সৃষ্টি হলেও খোকনবাবু কিন্তু নেতৃত্বে রয়ে গিয়েছিলেন।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ জুন ২০১৫ ০৪:০৩
Share: Save:

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের একদা ঘনিষ্ঠ যাদবপুরের সিপিএম নেতা খোকন ঘোষ দস্তিদারকে দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদকমণ্ডলী থেকে সরিয়ে দেওয়া হল। বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী থাকাকালীনই খোকনবাবুর নানা কার্যকলাপ নিয়ে দলের একাংশ প্রশ্ন তুলেছিলেন। পরবর্তী কালে বুদ্ধবাবুর সঙ্গে খোকনবাবুর দূরত্ব সৃষ্টি হলেও খোকনবাবু কিন্তু নেতৃত্বে রয়ে গিয়েছিলেন। মঙ্গলবার বারুইপুরে জেলা কমিটির বৈঠকে খোকন ঘোষদস্তিদারের নাম তালিকায় না রেখেই সম্পাদকমণ্ডলীর ১৫ জন সদস্যর নাম প্রস্তাব করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE