Advertisement
১৮ এপ্রিল ২০২৪

লিবারেশনের ডাকে সাড়া সিপিএমের

কৃষ্ণনগরে আগামী ২৪ থেকে ২৬ নভেম্বর বসছে লিবারেশনের একাদশ রাজ্য সম্মেলন। নিহত সাংবাদিক গৌরী লঙ্কেশের নামে সম্মেলন-শহরের নামকরণ করছেন উদ্যোক্তা নেতারা।

সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৮ ০৫:০২
Share: Save:

রাজ্যে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ সব শক্তির একজোট হওয়ার তৎপরতা চলছে। সেই আবহেই এ বার সিপিআই (এম-এল) লিবারেশনের রাজ্য সম্মেলনের উদ্বোধনী দিনে হাজির থাকতে চলেছেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। থাকার কথা সিপিআই এবং আরএসপি-র দুই রাজ্য নেতা উজ্জ্বল চৌধুরী ও মনোজ ভট্টাচার্যেরও। থাকবেন লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য।

কৃষ্ণনগরে আগামী ২৪ থেকে ২৬ নভেম্বর বসছে লিবারেশনের একাদশ রাজ্য সম্মেলন। নিহত সাংবাদিক গৌরী লঙ্কেশের নামে সম্মেলন-শহরের নামকরণ করছেন উদ্যোক্তা নেতারা। কৃষ্ণনগর শহরে ২৪ তারিখ সকালে মিছিলের পরে সম্মেলনের উদ্বোধন করবেন দলের পলিটব্যুরো সদস্য কবিতা কৃষ্ণন। ওই দিনই বামপন্থার সামনে চ্যালেঞ্জ সংক্রান্ত একটি আলোচনাসভায় থাকবেন সূর্যবাবু, দীপঙ্করবাবু, মনোজবাবুরা। লিবারেশনের রাজ্য সম্পাদক পার্থ ঘোষ জানিয়েছেন, কেন্দ্রে বিজেপি সরকারের ‘সাম্প্রদায়িক ফ্যাসিবাদ’ এবং রাজ্যে তৃণমূল সরকারের ‘স্বৈরাচারে’র বিরুদ্ধে স্লোগান সামনে রেখে তাঁরা সম্মেলন করছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Liberation Conference CPM Surjya Kanta Mishra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE