Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Health

রোগীদের স্বার্থে নবরূপে ট্রানজিট ক্যাম্প সিপিএমের

ছবি: শাটারস্টক।

ছবি: শাটারস্টক।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৪৪
Share: Save:

দূর থেকে শহরে চিকিৎসা করাতে আসা মানুষের জন্য নবরূপে স্বাস্থ্য ট্রানজিট ক্যাম্প শুরু করল সিপিএম। প্রয়াত নেতা বিনয় চৌধুরীর নামাঙ্কিত ওই ক্যাম্প আছে দিলখুশা স্ট্রিটে। পিপল্স রিলিফ কমিটির (পিআরসি) ৭৫ বছর পূর্তি উপলক্ষে সেখানেই আরও কিছু সুযোগ-সুবিধার বন্দোবস্ত করা হয়েছে। রোগী এবং তাঁদের সঙ্গে আসা লোকজন থাকতে পারবেন ১২শয্যাবিশিষ্ট ওই ক্যাম্পে। কিছু পরীক্ষা-নিরীক্ষা ও প্রাথমিক চিকিৎসার সুযোগ সেখানেই পাওয়া যাবে, ব্যবস্থাপনায় থাকবে চিকিৎসকদের দল। সিপিএমের কৃষক সভার আয়োজনে ওই ক্যাম্প গড়ে উঠেছে, তার পরিচালনায় যুক্ত হয়েছে পিআরসি।

পিআরসি-র সাধারণ সম্পাদক ফুয়াদ হালিম জানিয়েছেন, সুপার স্পেশ্যালিটি নানা হাসপাতালে চিকিৎসা করাতে দূরের জেলা থেকে বহু গরিব মানুষ আসেন। হাসপাতালে অস্ত্রোপচার বা অন্যান্য চিকিৎসার কয়েক দিন পরে অনেক সময় আবার সেখানে যাওয়ার প্রয়োজন থাকে। বাড়ি ফেরার ধকল না নিয়ে এই সময়টা তাঁরা যাতে শহরেই থাকতে পারেন এবং স্বাস্থ্য সংক্রান্ত প্রাথমিক পরিষেবা পান, সেই লক্ষ্যেই ট্রানজিট ক্যাম্প নবরূপে জনতার জন্য খুলে দেওয়া হয়েছে।ক্যাম্পে শুক্রবার বিনয়বাবুর প্রতিকৃতি এবং ওখানেই ইমেজিং সেন্টারে জ্যোতি বসুর প্রতিকৃতি উদ্বোধন হয়েছে। পিআরসি-র ৭৫ বছর পূর্তি উপলক্ষে এ দিন সিআইটি রোডের লেডিস পার্ক থেকে মৌলালি পর্যন্ত শোভাযাত্রায় ছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। মৌলালি যুবকেন্দ্রে ছিল সভাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE