Advertisement
২৩ এপ্রিল ২০২৪

আদালত নেই-রাজ্য, দেরি হচ্ছে বিচারে

বার কাউন্সিলের সদস্য প্রসূন দত্ত জানান, আসানসোল, দুর্গাপুর, তমলুক আদালতে পরিকাঠামোর কাজ শুরু হলেও রাজ্যের অন্যান্য আদালতে তার নামগন্ধ নেই।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

শমীক ঘোষ
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২০ ০৪:৪৮
Share: Save:

অনেক আদালতের পৃথক বাড়ি নেই। কোথাও বা নথি রাখার জায়গার অভাব। নথির প্রত্যয়িত প্রতিলিপি আদালতে পেশ করার ব্যবস্থা নেই অনেক জায়গায়। শৌচাগারের ব্যবস্থা নেই অধিকাংশ মহিলা বিচারক ও আইনজীবীদের। বসার জায়গা নেই আইনজীবীদের। আলাদা ঘরও নেই বার অ্যাসোসিয়েশনের। এই ধরনের পরিকাঠামোর অভাবে রঘুনাথপুর, আসানসোল, পুরুলিয়া-সহ রাজ্যের বিভিন্ন আদালতে বিচার প্রক্রিয়ার কাজ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ।

বার কাউন্সিলের সদস্য প্রসূন দত্ত জানান, আসানসোল, দুর্গাপুর, তমলুক আদালতে পরিকাঠামোর কাজ শুরু হলেও রাজ্যের অন্যান্য আদালতে তার নামগন্ধ নেই। তাঁর অভিষোগ, তীব্র গরমে আইনজীবীদের কাজের অসুবিধা তো হয়ই, অসুবিধা হয় বিচারপ্রার্থীদেরও। অনেক আদালতে পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা নেই, আদালতের ভিতরে পর্যাপ্ত বাতাস নির্গমনের ব্যবস্থা নেই। নেই বাতানুকূল ব্যবস্থাও। এই পরিস্থিতিতে বিচার প্রক্রিয়া চলতে পারে না।

রাজ্য বার কাউন্সিলের অন্য এক সদস্য জানান, বিভিন্ন জেলা ও মহকুমা আদালতে পৃথক ঘরের প্রয়োজন। ফাস্ট ট্র্যাক আদালত, মহকুমা ও অতিরিক্ত জেলা আদালত ছাড়াও দেওয়ানি ও ক্রেতা সুরক্ষা আদালতের আলাদা ঘর দরকার। দরকার জেলা ও মহকুমা আদালতের বিচারকদের বাসস্থানেরও। তা না-থাকায় অনেক ক্ষেত্রেই বিচার প্রক্রিয়ায় দেরি হচ্ছে।

একটি জেলা আদালতের বার অ্যাসোসিয়েশনের কর্তা জানান, অনেক সময় জেল থেকে বিচারাধীন বন্দিদের আনার ব্যাপারে সরকারি গাড়ি না-থাকা, আদালত কক্ষের বাইরে সিসি ক্যামেরা না-থাকাতেও বিচার প্রক্রিয়ায় দেরি হয়। তিনি জানান, পরিকাঠামোর অনেক টাকাই দেয় রাজ্য সরকার। পরিকাঠামোর মধ্যে পড়েন আদালতের কর্মী ও কোর্ট অফিসারেরাও। অনেক ক্ষেত্রে কর্মীর অভাবেও বিচার পর্বে দেরি হয়।

রাজ্যের আইন বিভাগের এক কর্তা জানান, ৭৫টি আদালত ভবন ও বিচারকদের ৩৯টি বাসভবন তৈরির কাজ চলছে। ৪২২টি আদালত ভবন এবং বিচারক ও আদালতের অফিসারদের ৬৩০টি বাসভবন তৈরি করা দরকার। রাজ্য সরকার ৮০ কোটিরও বেশি টাকা বরাদ্দ করেছে। আগামী বাজেটে আরও কয়েক কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ত ও অর্থ দফতর নির্দিষ্ট সময় অন্তর প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Court West Bengal Bar Association
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE