Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Cyclone Amphan

আয়লার ক্ষত নিয়ে আতঙ্কে সুন্দরবন, নিরাপদ আশ্রয়ে ছুটছেন বাসিন্দারা

মাইকে সর্বত্র সতর্ক করা হচ্ছে বাসিন্দাদের। নৌকায় করে নদীতেও চলছে প্রচার।

সাইক্লোন শেল্টারের উদ্দেশে বাসিন্দারা। ‌‌‌—নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ মে ২০২০ ১৭:৪৫
Share: Save:

সুপার সাইক্লোন ‘আমপান’-এর কারণে সুন্দরবন-দিঘা সহ রাজ্যের উপকূলবর্তী তিন জেলার মানুষ তীব্র আতঙ্কে। প্রশাসন মাইকে প্রচারের মাধ্যমে সাবধান করছে বাসিন্দাদের। নিরাপদ জায়গায় সরানো হচ্ছে বাসিন্দাদের। বাড়ি ঘর ছেড়ে মানুষ আশ্রয় নিচ্ছেন সাইক্লোন সেন্টারে।

২০০৯ সালে ঘূর্ণিঝড় আয়লা লন্ডভন্ড করে দিয়েছিল সুন্দরবন। সেই ক্ষত এখনও পুরোপুরি শুকোয়নি। এ বার ধেয়ে আসছে তার চেয়েও বিধ্বংসী সুপার সাইক্লোন আমপান। তাই সুন্দরবন নিয়ে রাজ্য প্রশাসন যেমন অতিরিক্ত সতর্ক, তেমনই স্থানীয় বাসিন্দারাও আর ঝুঁকি নিতে চাইছেন না। দলে দলে মানুষ আশ্রয় নিচ্ছেন সাইক্লোন সেন্টারে।

অন্য দিকে প্রশাসনিক তৎপরতাও তুঙ্গে। মাইকে করে সর্বত্র সতর্ক করা হচ্ছে বাসিন্দাদের। নৌকায় করে নদীতেও চলছে প্রচার। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সমুদ্রে মাছ ধরতে যাওয়া সব ট্রলার ফিরে এসেছে। ফ্রেজারগঞ্জ, নামখানা মৎস্যবন্দরে ট্রলারগুলিকে ঘিরেও অতিরিক্ত সতর্কতা রয়েছে।

আরও পড়ুন: দিঘা থেকে ৫৭০ কিমি দূরে আমপান, ঝোড়ো হাওয়া উপকূলে

আরও পড়ুন: আমপান আছড়াবে সুন্দরবনকে কেন্দ্র করে, তাণ্ডব চালাবে ৭ জেলায়

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE