Advertisement
২৪ এপ্রিল ২০২৪

তিন তালাকের বিরুদ্ধে ধর্নায় রূপা-লকেটরা

অবিলম্বে তিন তালাক প্রথা নির্মূল করার দাবিতে পূর্ব ঘোষণা মতোই শুক্রবার সুবোধ মল্লিক স্কোয়ারে অবস্থান-বিক্ষোভ করল বিজেপি-র মহিলা মোর্চা।

দুই কন্যা। তিন তালাক প্রথা নির্মূল করার দাবিতে অবস্থান বিক্ষোভে বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় এবং লকেট চট্টোপাধ্যায়। শুক্রবার সুবোধ মল্লিক স্কোয়ারে। —নিজস্ব চিত্র।

দুই কন্যা। তিন তালাক প্রথা নির্মূল করার দাবিতে অবস্থান বিক্ষোভে বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় এবং লকেট চট্টোপাধ্যায়। শুক্রবার সুবোধ মল্লিক স্কোয়ারে। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৬ ০৩:৪৮
Share: Save:

অবিলম্বে তিন তালাক প্রথা নির্মূল করার দাবিতে পূর্ব ঘোষণা মতোই শুক্রবার সুবোধ মল্লিক স্কোয়ারে অবস্থান-বিক্ষোভ করল বিজেপি-র মহিলা মোর্চা।

সংগঠনের সভানেত্রী তথা রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়, দলের সম্পাদক লকেট চট্টোপাধ্যায়, বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ, কোর কমিটির সদস্য শমীক ভট্টাচার্য প্রমুখ সেখানে ওই প্রথার বিরুদ্ধে এবং অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল করেন। তাঁদের বক্তব্য, জাতি-ধর্ম নির্বিশেষে ভারতের সব নাগরিক অভিন্ন ফৌজদারি আইনের আওতাভুক্ত। তা হলে দেওয়ানি বিধি জাতি-ধর্ম ভেদে ভিন্ন হবে কেন? বিজেপি নেতা-নেত্রীদের আরও যুক্তি, শরিয়তি আইন মেনে যদি তাৎক্ষণিক তিন তালাক প্রথা বজায় রাখতে হয়, তা হলে চুরি বা ধর্ষণের

মতো ফৌজদারি মামলাতেও অপরাধীকে শরিয়তের বিধান মেনে শাস্তি দিতে হবে।

ওই প্রথাকে সমর্থন করার জন্য তৃণমূল তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেছেন বিজেপি নেতা-নেত্রীরা। এই প্রেক্ষিতে রূপা বলেন, ‘‘আশা করি, মহিলা এবং বিবাহবিচ্ছিন্না মহিলার সন্তানের সুরক্ষার কথা ভেবে শিক্ষিত সমাজ অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে দাঁড়াবে।’’ লকেটের বক্তব্য, ‘‘যাঁরা সংখ্যালঘুদের কেবল ভোটব্যাঙ্ক হিসাবে ব্যবহার করছেন, তাঁরা যেন মনে রাখেন, শুধু মুসলিম পুরুষরা নন, মুসলিম মহিলারাও তাঁদের ভোটার।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

triple talaq Roopa ganguly Locket chatterjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE