Advertisement
১৬ এপ্রিল ২০২৪

ডেঙ্গি-দাপটের মধ্যেই অজানা জ্বরে ফের মৃত্যু

হাঁকডাক, সতর্কতার প্রচার, মশা মারতে কামান দাগা সত্ত্বেও ডেঙ্গিকে বাগ মানানো যাচ্ছে না। বৃহস্পতিবার পর্যন্ত ওই রোগে মৃত্যু হয়েছে ন’জনের। এ দিন দমদমের এক যুবক ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। আক্রান্তের সংখ্যা সরকারি হিসেবে ১,১১৭।

মশা মারতে...। বৃহস্পতিবার নবান্নের সামনে। ছবি: দীপঙ্কর মজুমদার।

মশা মারতে...। বৃহস্পতিবার নবান্নের সামনে। ছবি: দীপঙ্কর মজুমদার।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৬ ০৩:৩৭
Share: Save:

হাঁকডাক, সতর্কতার প্রচার, মশা মারতে কামান দাগা সত্ত্বেও ডেঙ্গিকে বাগ মানানো যাচ্ছে না। বৃহস্পতিবার পর্যন্ত ওই রোগে মৃত্যু হয়েছে ন’জনের। এ দিন দমদমের এক যুবক ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। আক্রান্তের সংখ্যা সরকারি হিসেবে ১,১১৭। ডেঙ্গির পায়ে পা মিলিয়ে ত্রাস ছড়াচ্ছে অজানা জ্বর। হাওড়ায় এ দিন সেই রহস্যময় জ্বরে মৃত্যু হয়েছে দু’জনের।

স্বাস্থ্যকর্তাদের ধারণা, ডেঙ্গি এ বার যে-ভাবে রাজ্যের বিভিন্ন এলাকায় থাবা বসিয়েছে, তাতে আক্রান্তের প্রকৃত সংখ্যাটা মাত্র ১,১১৭ হতে পারে না। মৃতের সংখ্যাও ঠিকঠাক জানানো হচ্ছে কি না, সেই বিষয়ে স্বাস্থ্যকর্তাদের একাংশ সন্দিহান। তাঁদের অভিমত, ছবিটা অনেক বেশি ভয়াবহ। বিভিন্ন হাসপাতাল, ডায়াগস্টিক ল্যাবরেটরি বা রোগ নির্ণয় কেন্দ্র, নার্সিংহোম থেকে যথাযথ রিপোর্ট না-আসায় ডেঙ্গির আসল চিত্রটা স্পষ্ট হচ্ছে না।

ডেঙ্গি নিয়ে তথ্যের ঘাটতি মেটাতে এ দিন বিভিন্ন বেসরকারি হাসপাতাল এবং রোগ নির্ণয় কেন্দ্রের কর্তাদের ডেকে পাঠিয়ে স্বাস্থ্য ভবন জানিয়ে দিয়েছে, কোথায় কত রোগী মিলল, ক’জনের মৃত্যু হল— তার রোজকার হিসেব সরাসরি ওই ভবনে পাঠাতে হবে। যে-সব হাসপাতাল, নার্সিংহোম বা রোগ নির্ণয় কেন্দ্র তা করবে না, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছে স্বাস্থ্য ভবন।

বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমের কথা তো পরে! সরকারি হাসপাতালেরই তথ্য কতটা স্বাস্থ্য ভবনে পৌঁছচ্ছে, সন্দেহ দানা বেঁধেছে তা নিয়েও। মৃত্যুর কিছু হিসেব সরকারি খাতায় আদৌ ওঠেনি এবং এই সন্দেহের মূলে আছে সেটাই।

যেমন, কয়েক দিন আগেই ডেঙ্গিতে মারা যান বিজয়া বেরা (৪৮) নামে ঝাড়গ্রাম বাহিরগ্রামের এক মহিলা। স্থানীয় সূত্রের খবর, ২২ জুলাই জ্বর আসায় বিজয়াদেবীকে গ্রামের হাতুড়ের ওষুধ খাওয়ানো হয়েছিল। জ্বর না-সারায় ২৬ জুলাই তাঁকে প্রথমে ঝাড়গ্রামের নার্সিংহোমে এবং পরে মেদিনীপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে রক্তপরীক্ষায় ডেঙ্গি ধরা পড়ে। ২৯ জুলাই সকালে বিজয়াদেবীকে কলকাতায় পাঠানো হয়। সে-দিনই দুপুর পৌনে ১২টা নাগাদ বিজয়াদেবীকে এনআরএস মেডিক্যাল কলেজে আনা হয়। তার আধ ঘণ্টার মধ্যেই মারা যান তিনি।

বিজয়াদেবীর মৃত্যুর তথ্য স্বাস্থ্য দফতর নথিভুক্ত করেনি। কেন?

জবাব নেই স্বাস্থ্য ভবনের কাছে।

ডেঙ্গিতে এ দিন বেলেঘাটার আইডি হাসপাতালে মারা যান গৌরব সাহা (২০) নামে দমদম অজয়নগরের এক বাসিন্দা। রবিবার থেকে গৌরব ওখানে ভর্তি ছিলেন। বুধবার রাতে তাঁর অবস্থার উন্নতি হয়েছিল বলে হাসপাতালের দাবি। এ দিন তাঁর অবস্থার অবনতি হয়। ফুসফুস থেকে রক্তক্ষরণ শুরু হয়। ভেন্টিলেশনে পাঠানোরও সময় মেলেনি।

আইডি হাসপাতালে এ দিন ডেঙ্গি-পরীক্ষায় সাত জনের পজিটিভ রিপোর্ট মিলেছে। জ্বর নিয়ে ভর্তি আছেন ১০৩ জন। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা বিশ্বরঞ্জন শতপথী জানান, স্বাস্থ্য দফতরের বিশেষ দল এন্টেমোলজিক্যাল সার্ভে শুরু করেছে। এতে এডিস ইজিপটাই মশার প্রকৃতি খুঁটিয়ে দেখা হবে। অন্য কোনও মশা এই রোগ ছড়াচ্ছে কি না, সেটাও দেখা হবে ওই সমীক্ষায়।

স্বাস্থ্য ভবন ছাড়াও ডেঙ্গি নিয়ে এ দিন নবান্নে উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয়েছে। সেখানে মেট্রো রেল, সেনাবাহিনী, ডাক বিভাগ এবং বিএসএফের প্রতিনিধিদেরও ডাকা হয়েছিল। ডেঙ্গি পরিস্থিতির কথা জানিয়ে সচেতনতা বাড়াতে বলা হয়েছে তাঁদের। মেট্রোর বিভিন্ন প্রকল্প চলছে শহর জুড়ে। সেখানে গর্তে জল জমছে। কোনও ভাবেই জল যাতে বেশি ক্ষণ জমে না-থাকে এবং জমা জলে মশার লার্ভা যাতে জন্মাতে না-পারে, সেই বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে মেট্রোর প্রতিনিধিদের।

উত্তরবঙ্গেও ডেঙ্গির প্রকোপ বেড়ে চলেছে। এ দিন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্যের ওয়ার্ডের ডেঙ্গি-আক্রান্ত এক বাসিন্দা নার্সিংহোমে ভর্তি হয়েছেন। ডেঙ্গি-আক্রান্ত বলে রিপোর্ট মেলায় ৪১ নম্বর ওয়ার্ডে সেবক রোডের ধারে আবাসনের বাসিন্দা বছর তেরোর এক কিশোরকে নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। শিলিগুড়ি শহরে এই নিয়ে ডেঙ্গিতে আক্রান্ত হলেন ছ’জন। ডেঙ্গির উপসর্গ নিয়ে রায়গঞ্জ হাসপাতালে ভর্তি এক কলেজ-ছাত্র। তাঁর রক্তের নমুনা প্যাথোলজি বিভাগে পাঠানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dengue Fever
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE