Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Statte News

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা

স্থায়ী হবে শীত, এমন সম্ভাবনাই উঁকি দিয়েছিল রাজ্যবাসীর মনে। মাঝ নভেম্বর থেকেই ঠান্ডা উত্তুরে হাওয়াকে নিজের প্রতিনিধি হিসাবে পাঠিয়ে তেমনই আভাস দিয়েছিল বহু প্রতিক্ষিত শীত। কিন্তু মাস কাটতে না কাটতেই যেন উল্টো পাক খেল হাওয়া মোরগ।

মাস কাটতে না কাটতেই যেন উল্টো পাক খেল হাওয়া মোরগ।

মাস কাটতে না কাটতেই যেন উল্টো পাক খেল হাওয়া মোরগ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৭ ১৫:৩৯
Share: Save:

গুগলিই দিল শীত। বেশ তড়তড়িয়ে নামছিল তাপমাত্রার পারদ। শীতপ্রেমীদের মনে আশাও জেগেছিল, হয়তো এ বার সত্যিই থিতু হবে শীত।

কিন্তু হঠাৎই ছন্দপতন। ফের নিম্নচাপ তৈরি হল দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এই নিম্নচাপের জেরেই আগামী কয়েকদিন মেঘলা থাকবে আকাশ। কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিও।

আরও পড়ুন: এই বদভ্যাসগুলো দিয়ে দিন শুরু করবেন না

স্থায়ী হবে শীত, এমন সম্ভাবনাই উঁকি দিয়েছিল রাজ্যবাসীর মনে। মাঝ নভেম্বর থেকেই ঠান্ডা উত্তুরে হাওয়াকে নিজের প্রতিনিধি হিসাবে পাঠিয়ে তেমনই আভাস দিয়েছিল বহু প্রতিক্ষিত শীত। কিন্তু মাস কাটতে না কাটতেই যেন উল্টো পাক খেল হাওয়া মোরগ।

আরও পড়ুন: শ্বেতাঙ্গ সন্তানের জন্ম দিয়ে নিজেরাই ‘অবাক’ কৃষ্ণাঙ্গ দম্পতি!

হাওয়া অফিসের তরফে খবর, ধীরে ধীরে শক্তি হারিয়ে বঙ্গোপসাগর থেকে অন্ধ্রের উপকূলের দিকে এগোচ্ছে নিম্নচাপ। এই মুহূর্তে ওড়িশার গোপালপুর থেকে ১২০০ কিলোমিটার দূরে অবস্থান করছে এই নিম্নচাপ। হঠাৎ উদয় হওয়া এই নিম্নচাপের ফলে জলীয়বাষ্প মিশছে উত্তুরে হাওয়ার সঙ্গে। ফলে বাড়ছে তাপমাত্রা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আগামী ৩-৪ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে পৌঁছতে পারে। কমতে পারে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্যও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE