Advertisement
১৬ এপ্রিল ২০২৪

৬০ হাজার ফেরারকে ধরুন, কড়া নির্দেশ ডিজি-র

নানা মামলায় ফেরার থাকা প্রায় ৬০ হাজার অভিযুক্তকে গ্রেফতার করতে সব জেলাগুলিকে তল্লাশি জোরদার করার নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশ কর্তৃপক্ষ। সরকারি সূত্রের খবর, সোমবার রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র ভিডিয়ো কনফারেন্সে নানা জেলার এসপি, ডিআইজি, আইজিদের ওই নির্দেশ দিয়েছেন।

কিশোর সাহা
শিলিগুড়ি শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০২:২২
Share: Save:

নানা মামলায় ফেরার থাকা প্রায় ৬০ হাজার অভিযুক্তকে গ্রেফতার করতে সব জেলাগুলিকে তল্লাশি জোরদার করার নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশ কর্তৃপক্ষ। সরকারি সূত্রের খবর, সোমবার রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র ভিডিয়ো কনফারেন্সে নানা জেলার এসপি, ডিআইজি, আইজিদের ওই নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রের খবর, রাজ্যের ফেরারদের এক তৃতীয়াংশই উত্তরবঙ্গের নানা মামলায় অভিযুক্ত। সেই সংখ্যাটা প্রায় ২০ হাজার।

পুলিশ সূত্রেই জানা গিয়েছে, ওই ভিডিয়ো বৈঠকে উত্তর দিনাজপুর জেলাকে বাড়তি সতর্ক করা হয়েছে। কারণ, শুধু উত্তর দিনাজপুরেই গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও যাঁদের পুলিশ ধরতে পারেনি, তাঁদের সংখ্যা ১১ হাজারের বেশি। সম্প্রতি উত্তর দিনাজপুরে একাধিক খুন, গুলি-বোমা চালানোর ঘটনা ঘটেছে। একাধিক দুষ্কৃতী গোষ্ঠী এলাকা দখলের লড়াই চালালেও পুলিশ অনেকেকেই ধরতে পারছে না।

মাস দেড়েক আগেই দোকানের সামনে বাইক রাখার প্রতিবাদ করায় সটান গুলি চালিয়ে এক ব্যবসায়ীকে খুন করে চলে যায় একদল দুষ্কৃতী। নানা স্তরে চাপ তৈরি হলে একজনকে গ্রেফতার করা গেলেও আরও ৪ জনকে পুলিশ ধরতে পারেনি। শুধু তাই নয়, রায়গঞ্জ, চোপড়া, ইসলামপুর, ইটাহার, কালিয়াগঞ্জে খুন, ডাকাতি, ছিনতাই, পুলিশের উপরে হামলা সহ নানা ঘটনায় অভিযুক্তদের হদিসই পাচ্ছে না পুলিশ। গত ৭ বছরে ওই জেলায় ৯ বার পুলিশ সুপার পাল্টেছে। তবুও আইনশৃঙ্খলা পরিস্থিতির হাল শক্ত হাতে ধরা যায়নি বলে পুলিশের একাংশই মানছেন। পাশের জেলা মালদহ ফেরারের সংখ্যা প্রায় সাড়ে ৩ হাজার জন। তাই মালদহেও বাড়তি তল্লাশির নির্দেশ জারি করেছেন পুলিশের শীর্ষ কর্তা।

সরকারি সূত্রেই জানা গিয়েছে, লোকসভা ভোট প্রক্রিয়া শুরু হলেই নির্বাচন কমিশন গোড়াতেই রাজ্যে কত গ্রেফতারি পরওয়ানা কার্যকর হয়নি সেই তথ্য চাইবে। সাধারণত, যে কোনও ভোটে কমিশনের কাছে তা পাঠাতে হয়। এমনকি, প্রক্রিয়া শুরুর পরে রোজ কত পরোয়ানা কার্যকর হচ্ছে তাও জানাতে হয়। সে ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারদের জবাবদিহি করতে হয় কমিশনকে। সে কথা মাথায় রেখেই রাজ্য পুলিশের ডিজি আগাম সব জেলাকে সতর্ক করেছেন বলে পুলিশের একাংশের ধারনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Arrest DG
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE