Advertisement
১৮ এপ্রিল ২০২৪

মঞ্চের মুখ ঘুরল শাহের সভার

রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় এবং দলের আর এক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুরলীধর রাও বৃহস্পতিবার সভাস্থল ঘুরে দেখার পর সিদ্ধান্ত হয়, শাহের সভামঞ্চের মুখ পার্ক স্ট্রিট উড়ালপুলের দিকেই থাকবে।

অমিত শাহ।

অমিত শাহ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৮ ০৪:২৭
Share: Save:

মুখ ঘোরাল অমিত শাহের সভামঞ্চ। আগামিকাল, শনিবার মেয়ো রোডে গাঁধী মূর্তির নীচে বিজেপি-র যুব সমাবেশে বক্তৃতা করবেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি শাহ। দলের যুব মোর্চার রাজ্য সভাপতি দেবজিৎ সরকার মঙ্গলবার জানিয়েছিলেন, ওই সভার মঞ্চের মুখ থাকবে গাঁধী মূর্তির দিকে। পার্ক স্ট্রিট উড়ালপুলের দিকে থাকবে মঞ্চের পিছন দিক। কিন্তু রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় এবং দলের আর এক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুরলীধর রাও বৃহস্পতিবার প্রস্তাবিত সভাস্থল ঘুরে দেখার পর সিদ্ধান্ত হয়, শাহের সভামঞ্চের মুখ পার্ক স্ট্রিট উড়ালপুলের দিকেই থাকবে।

কেন এই পরিবর্তন? রাজ্য বিজেপি এবং যুব মোর্চা নেতৃত্বের দাবি, শাহের নিরাপত্তা এবং ভিড়ের স্থান সঙ্কুলানের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, ‘‘মঞ্চের পিছনটা পার্ক স্ট্রিটের দিকে হলে নিরাপত্তা নিয়ে সমস্যা হতে পারে। আর আমরা প্রথমে যত লোক হবে ভেবেছিলাম, এখন বুঝতে পারছি, তার থেকে অনেক বেশি লোক হবে। তাই জায়গার কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হল।’’ কিন্তু দলেরই একাংশের মতে, সভামঞ্চের মুখ গাঁধী মূর্তির দিকে হলে তার সামনে অনেক বেশি মানুষের বসা বা দাঁড়ানোর জায়গা থাকত।

শাহের সভামঞ্চের জন্য পুলিশি অনুমতি পেতে দেরি হচ্ছে বলে এ দিন অভিযোগ করেছেন কৈলাস। তাঁর বক্তব্য, এতে সভার প্রস্তুতিতে অসুবিধা হচ্ছে। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) সুপ্রতিম সরকার অবশ্য সন্ধ্যায় বলেন, ‘‘সব দিক বিবেচনা করে যথাসময়ে অনুমতি দেওয়ার প্রক্রিয়া চলছে।’’

ইতিমধ্যেই বিজেপির যুব মোর্চার কেন্দ্রীয় কমিটি থেকে প্রায় ৫০ জন নেতা এসে গিয়েছেন। দলীয় সূত্রের খবর, প্রতিটি রাজ্য থেকেও ৫০-৬০ জন যুব মোর্চার নেতা বা কর্মী সভায় যোগ দিতে আসবেন। যুব মোর্চার কেন্দ্রীয় সম্পাদক সৌরভ সিকদারের বক্তব্য, ‘‘সভাটা আসলে কেন্দ্রীয় যুব মোর্চারই। রাজ্য যুব মোর্চা দায়িত্বগুলো পালন করছে। দেশের যে রাজ্যগুলিতে বিজেপি সরকারে নেই, সেই সব রাজ্যেই অমিত শাহকে নিয়ে গিয়ে কেন্দ্রীয় যুব মোর্চা এই ধরনের সমাবেশ করবে। পশ্চিমবঙ্গ দিয়ে ওই কর্মসূচি শুরু হচ্ছে।’’

শাহের সভার দিনই অসমের এনআরসি-কাণ্ডের প্রতিবাদে বারাসতে কেন্দ্র বিরোধী মিছিল করবে তৃণমূলের সংখ্যালঘু সংগঠন। একই দিনে টালিগঞ্জে সভা করবে কংগ্রেসও। সেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর থাকার কথা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE