Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Fuad Halim

হাসপাতালে ফুয়াদ

রক্তের পরীক্ষা ও ফুসফুসে কিছু জটিলতা পাওয়া গিয়েছে তাঁর, যে কারণে ভর্তি করাতে হয়েছে হাসপাতালে।

ফুয়াদ হালিম

ফুয়াদ হালিম

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ জুলাই ২০২০ ০৫:৪৬
Share: Save:

করোনা এবং লকডাউন-পর্বে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর জন্য ৫০ টাকায় ডায়ালিসিস করিয়ে গিয়েছেন তিনি। পিপল্‌স রিলিফ কমিটির (পিআরসি) ছাতার নীচে কলকাতায় ওই পরিষেবা যিনি চালাচ্ছিলেন, সেই চিকিৎসক ফুয়াদ হালিম এখন হাসপাতালে। দক্ষিণ কলকাতার একটি নার্সিং হোমে জরুরি বিভাগের আইসিইউ-এ ভর্তি করানো হয়েছে তাঁকে। দু’বার ফুয়াদের কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিল। কিন্তু রক্তের পরীক্ষা ও ফুসফুসে কিছু জটিলতা পাওয়া গিয়েছে তাঁর, যে কারণে ভর্তি করাতে হয়েছে হাসপাতালে। তবে তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল। ফুয়াদের শরীরের খবর দিতে গিয়ে স্ত্রী সায়রা শাহ হালিম তাঁকে সামনের সারির করোনা-যোদ্ধা হিসেবেই উল্লেখ করেছেন। লোকসভা নির্বাচনে গত বছর ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিপিএমের প্রার্থী হয়েছিলেন ফুয়াদ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Fuad Halim CPM
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE