Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ইয়াবা মাফিয়া ধৃত, মাদক কক্সবাজারের

ইয়াবা মাফিয়া রনি চৌধুরীর নামে খুলনা এলাকায় সাতটি খুন, অপহরণ এবং অস্ত্র আইনে মামলা ঝুলে রয়েছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২০ ০৪:৫০
Share: Save:

বাংলাদেশ থেকে ইয়াবা ট্যাবলেট পাচারের দু’টি গ্যাং-এর শত্রুতার জেরে বনগাঁ পুলিশের হাতে ধরা পড়েছে তিন ইয়াবা মাফিয়া। শুক্রবার বনগাঁ ও পেট্রাপোল থানার পুলিশ যৌথভাবে চারটি স্থানে তল্লাশি চালিয়ে রনি চৌধুরী ওরফে বাবু, তুহিন ও রাসেল মিঞাকে গ্রেফতার করে। ইয়াবা মাফিয়া রনি চৌধুরীর নামে খুলনা এলাকায় সাতটি খুন, অপহরণ এবং অস্ত্র আইনে মামলা ঝুলে রয়েছে।

তবে এই তিন বাংলাদেশি পাচারকারীর গ্রেফতারের ঘটনায় এই রাজ্যে ইয়াবা পাচারে রোহিঙ্গা শিবিরের নাম জড়িয়েছে। রাজ্য প্রশাসনের এক কর্তা জানাচ্ছেন, ধৃতদের জেরা করে জানা গিয়েছে, এ রাজ্যে ইয়াবা ট্যাবলেট আসছে মূলত মায়ানমার থেকে। রাজ্য
গোয়েন্দাদের দাবি, ধৃতরা তাঁদের জানিয়েছে, মায়ানমার থেকে কক্সবাজার রোহিঙ্গা শিবিরে ইয়াবা এসে পৌঁছায়। সেখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ইয়াবা ছড়িয়ে পড়ে। বাংলাদেশে একই পথে মায়ানমার থেকে অস্ত্রও আসছে বলে ধৃতরা পুলিশকে জানিয়েছে। রাজ্য গোয়েন্দাদের দাবি, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত এবং সীমান্ত পেরিয়ে এ রাজ্যেও ইয়াবা ট্যাবলেট ছড়িয়ে দিচ্ছে পাচারকারীরা।

এতদিন রাজ্যের গোয়েন্দারা জানতেন, বাংলাদেশি পাচারকারীরাই এ পারে ইয়াবা পাঠাতে সক্রিয়।
কিন্তু কক্সবাজার রোহিঙ্গা শিবির থেকেও যে এ রাজ্য ইয়াবা চলে আসছে, তা এই প্রথম জানা গিয়েছে। ফলে এ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে জানান রাজ্য গোয়েন্দারা কর্তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Yaba Drug Bangaon
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE