Advertisement
১৬ এপ্রিল ২০২৪

ছাত্র-যুবদের জোড়া সভা জুড়বে মিছিল

একই দিনে শহরে সমাবেশ করবে সিপিএমের দুই গণসংগঠন

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৮ ০৩:১৬
Share: Save:

একই দিনে শহরে সমাবেশ করবে সিপিএমের দুই গণসংগঠন। আগামী ১৫ সেপ্টেম্বর কলেজ স্ট্রিটে সমাবেশ করবে এসএফআই। তাদের সর্বভারতীয় জাঠা কর্মসূচির মাঝেই কলেজ স্ট্রিটের সমাবেশে মূল বক্তা ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক ও বর্তমানে সিপিএমের পলিটব্যুরো সদস্য বিমান বসু। সেই দিনই বাম যুব সংগঠনগুলির সমাবেশ হবে ধর্মতলায়। রাজ্যে দু’কোটি বেকারের কর্মসংস্থানের দাবি ও রাজ্য সরকারের ৮৮ লক্ষ চাকরির ‘ভুয়ো দাবি’র প্রতিবাদে এবং গণতন্ত্র রক্ষার ডাক দিয়ে ওই সমাবেশে মূল বক্তা সিপিএমের আর এক পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম। কলেজ স্ট্রিটের সভা শেষে ছাত্র-যুবদের একটি মিছিল এসে মিশবে ধর্মতলার সমাবেশস্থলে। তার আগে ডিওয়াইএফআইয়ের সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার ও কাল, বৃহস্পতিবার সব জেলা সদরে চলছে অবস্থান। ‘হোয়্যার ইজ মাই জব’— এই প্রশ্ন তুলে জেলায় জেলায় অবস্থানে বসেছেন সিপিএমের যুব কর্মীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rally CPM SFI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE