Advertisement
২০ এপ্রিল ২০২৪

কাল ফের কুণালকে ডাক ইডির

রোজ ভ্যালি কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে ডেকে পাঠানো হয়েছে অভিনেতা প্রসেনজিৎ অভিনেত্রী ঋতুপর্ণাকে। অভিনেত্রী ও তৃণমূল সাংসদ শতাব্দীকে ডাকা হয়েছে সারদা-কাণ্ডে।

কুণাল ঘোষ। ফাইল চিত্র।

কুণাল ঘোষ। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৯ ০৩:২৪
Share: Save:

সারদা ও রোজ ভ্যালির তছরুপের তদন্তে তৎপরতা বাড়াচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। টলিউডের নায়ক প্রসেনজিৎ, নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত ও শতাব্দী রায়ের পরে এ বার সারদায় অভিযুক্ত, প্রাক্তন সাংসদ কুণাল ঘোষকে ডেকে পাঠাল তারা। ইস্টবেঙ্গল ক্লাবের অন্যতম কর্ণধার দেবব্রত ওরফে নীতু সরকারকেও চিঠি দিয়ে তাঁর হিসেবচেয়ে পাঠানো হয়েছে। দু’জনেই সারদায় অভিযুক্ত হিসেবে আগে গ্রেফতার হন। এখন জামিনে।

রোজ ভ্যালি কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে ডেকে পাঠানো হয়েছে অভিনেতা প্রসেনজিৎ অভিনেত্রী ঋতুপর্ণাকে। অভিনেত্রী ও তৃণমূল সাংসদ শতাব্দীকে ডাকা হয়েছে সারদা-কাণ্ডে। চলতি সপ্তাহেই তাঁদের ইডি-তে হাজিরা দেওয়ার কথা। কুণাল এ দিন জানান, ২০১৩-র অক্টোবরে সারদা তদন্তের একেবারে প্রথম পর্যায়ে ইডি পরপর দু’দিন তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল। তিনি সেই সময় বেশ কিছু নথিপত্র দিয়ে আসেন। তার পরে রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হন কুণাল। জামিনের পরে মাঝখানে আবার এক বার ডাকা হয় তাঁকে। এ বার ডাকা হয়েছে ১৭ জুলাই অর্থাৎ কাল, বুধবার। ‘‘ডাকলে অনেকেই যান না। উকিলের চিঠি দিয়ে এড়িয়ে যান। অথবা গেলেও লুকিয়ে যান। তবে আমি নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগেই যাব। কেননা আমার কিছু লুকোনোর নেই,’’ বলেন কুণাল। ফোনে যোগাযোগ করা হলে নীতু সরকার বলেন, ‘‘আমাকে ডাকেনি। শুধু চলতি মাসের মধ্যে আয়কর ও ব্যাঙ্ক নথি চাওয়া হয়েছে। এর আগেও যখন কাগজ চাওয়া হয়েছে, আমি পাঠিয়েছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kunal Ghosh Saradha Scam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE