Advertisement
১৯ এপ্রিল ২০২৪

অফিসগুলি সংস্কারে সিদ্ধান্ত স্কুলশিক্ষা দফতরের

বিকাশ ভবন সূত্রের খবর, সম্প্রতি সমস্ত জেলা স্কুল পরিদর্শক (ডিআই)-দের পাঠানো এক নির্দেশিকায় বলা হয়েছে, যে সব অফিসের বেহাল দশা সেগুলি সম্পর্কে বিস্তারিত রিপোর্ট পাঠাতে হবে। পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারদের দিয়ে সংস্কারের জন্য কী কী প্রয়োজন তার তালিকা তৈরি করতে হবে। তার পরে বিস্তারিত সেই রিপোর্ট পাঠাতে হবে বিকাশ ভবনে।

বিকাশ ভবন।—ফাইল চিত্র

বিকাশ ভবন।—ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৮ ০১:৩৫
Share: Save:

স্কুলের পর এ বার জেলা স্কুলশিক্ষা দফতরের অফিসগুলিকেও সংস্কার করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আগামী ২৫ অক্টোবরের মধ্যে প্রয়োজনীয় সব প্রস্তাব বিকাশ ভবনে স্কুলশিক্ষা দফতরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ কাজে সংশ্লিষ্ট জেলাশাসকদের সাহায্যের জন্য অনুরোধ করেছে দফতর। তবে শুধু সংস্কার করেই থেমে থাকবে না, নতুন অফিসও তৈরি করা হতে পারে।

বিকাশ ভবন সূত্রের খবর, সম্প্রতি সমস্ত জেলা স্কুল পরিদর্শক (ডিআই)-দের পাঠানো এক নির্দেশিকায় বলা হয়েছে, যে সব অফিসের বেহাল দশা সেগুলি সম্পর্কে বিস্তারিত রিপোর্ট পাঠাতে হবে। পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারদের দিয়ে সংস্কারের জন্য কী কী প্রয়োজন তার তালিকা তৈরি করতে হবে। তার পরে বিস্তারিত সেই রিপোর্ট পাঠাতে হবে বিকাশ ভবনে।

এই সংস্কারের তালিকায় থাকছে, প্রাথমিক ও মাধ্যমিক ডিআই অফিস, প্রাথমিক শিক্ষা সংসদ, সব সার্কেল ও স্কুল ইনস্পেক্টরদের অফিস এবং মহকুমাগুলির এরিয়া ইনস্পেক্টরদের অফিস। দফতরের এক কর্তা জানান, বহু ক্ষেত্রে এমনও দেখা গিয়েছে যে একটি অফিসেই এআই, এসআই-সহ আরও নানা অফিসারেরা থাকেন। পৃথক কোনও অফিস নেই। সেগুলিরও বিস্তারিত রিপোর্ট তৈরির কথা বলা হয়েছে। স্কুলশিক্ষা দফতরের কোনও পড়ে থাকা জমির সন্ধান জানা থাকলে সেটাও উল্লেখ করতে পারেন ডিআইরা। সেই সব তথ্যের উপরে ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার।

যদিও প্রশ্ন উঠেছে, কী ভাবে ২৫ অক্টোবরের মধ্যে এই রিপোর্ট পাঠাবেন ডিআই-রা। কারণ ছুটির মধ্যে ২২, ২৩ এবং ২৫ অক্টোবর জেলা স্কুল পরিদর্শকের অফিস খোলা থাকলেও পূর্ত দফতরের কাউকে পাওয়া যাবে না। তা হলে ইঞ্জিনিয়ারেরা কী ভাবে ওই রিপোর্ট তৈরি করবেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। দফতর থেকে অবশ্য এ কাজে সংশ্লিষ্ট জেলাশাসকদের সাহায্য করার অনুরোধ জানিয়েছেন।

ইতিমধ্যে সমস্ত স্কুলকে প্রয়োজনীয় সংস্কার করিয়ে নীল-সাদা রং করিয়েছে রাজ্য সরকার। এ জন্য কয়েক কোটি টাকা খরচও হয়েছে। বর্তমানে অফিসগুলিরও যা অবস্থা তাতে সংস্কার জরুরি বলেই মনে করেন ডিআইরা। তবে পরিদর্শনের জন্য প্রয়োজনীয় গাড়ি এখনও অপ্রতুল। সম্প্রতি পরিদর্শনের জন্য গাড়ির দাবি করা হয়েছিল, সে ব্যাপারে দফতর থেকে অবশ্য এখনও কিছু জানানো হয়নি বলেই দাবি এক ডিআই-এর। অথচ স্কুলে সরকারের সব প্রকল্প সঠিক ভাবে পৌঁছোচ্ছে কি না তা খতিয়ে দেখার প্রাথমিক ও অন্যতম অস্ত্রই হল পরিদর্শন। এ বার তাই জেলা স্কুলশিক্ষা দফতরের অফিসগুলির বেহাল দশা ঘোচাতে জোর দিচ্ছে দফতর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Renovation Education Department District offices
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE