Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ভোটে অশান্তি রুখতে আঁটোসাটো নিরাপত্তা

শনিবার আসানসোল, বিধাননগর পুর নিগম ও হাওড়া পুর নিগমের ১৬টি ওয়ার্ডের ভোট। একই সঙ্গে ভোট নেওয়া হবে, শিলিগুড়ি মহকুমা পরিষদ এবং ত্রিস্তর পঞ্চায়েতের ৪১৫টি কেন্দ্রের উপনির্বাচনের।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৫ ১৭:৫৮
Share: Save:

শনিবার আসানসোল, বিধাননগর পুর নিগম ও হাওড়া পুর নিগমের ১৬টি ওয়ার্ডের ভোট। একই সঙ্গে ভোট নেওয়া হবে, শিলিগুড়ি মহকুমা পরিষদ এবং ত্রিস্তর পঞ্চায়েতের ৪১৫টি কেন্দ্রের উপনির্বাচনের। ভোট নেওয়া হবে সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। ভোট গণনা হবে ৭ অক্টোবর।

রাজ্য নির্বাচন কমিশন সূত্রের খবর, তিনিটি পুর নিগমে এই দিন ভোট দেবেন ১৩ লক্ষ ৪২ হাজার ৯৪২ জন ভোটার। বুথ থাকছে ১ হাজার ৫৯০টি। আসানসোল পুর নিগমের ওয়ার্ড ১০৬টি এবং বিধাননগর পুর নিগমের ওয়ার্ড ৪১টি।

অন্য দিকে শিলিগুড়ি মহকুমা পরিষদের ৯টি জেলাপরিষদ, ৬৬টি পঞ্চায়েত সমিতি এবং ৪৬২টি গ্রাম পঞ্চায়েত কেন্দ্রের ভোট নেওয়া হবে। সেখানে ভোট দেবেন ৪লক্ষ ২১ হাজার ৯০৮ জন। বুথ রয়েছে ৫২০টি। আর, ত্রিস্তর পঞ্চায়েতের ৪১৫টি আসনে মোট ভোট দেবেন ৬ লক্ষ ৯৭ হাজার ৮৫৭ জন।

রাজ্য নির্বাচন কমিশনার সুশান্তরঞ্জন উপাধ্যায় শুক্রবার জানান, শনিবারের ভোটে প্রতিটি ভোট কেন্দ্রের একটি করে বুথে ওয়েবক্যাম থাকবে। প্রতিটি বুথে ঘুরে ঘুরে ভিডিও ক্যামেরা করা হবে। থাকছে মোবাইল ক্যামেরা ভ্যান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE