Advertisement
১৮ এপ্রিল ২০২৪

বিদ্যুৎ ভবনে বিক্ষোভ

উত্তরবঙ্গ সফরে গিয়ে গরুমারা জঙ্গলের টিলাবাড়ি পর্যটন কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাত্রিবাসের সময় বিদ্যুৎ বিভ্রাটের জেরে শুক্রবার পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার দুই অফিসারকে সময়িক ভাবে বরখাস্ত (সাসপেন্ড) করার সিদ্ধান্ত হয়।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৮ ০২:৪৯
Share: Save:

উত্তরবঙ্গ সফরে গিয়ে গরুমারা জঙ্গলের টিলাবাড়ি পর্যটন কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাত্রিবাসের সময় বিদ্যুৎ বিভ্রাটের জেরে শুক্রবার পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার দুই অফিসারকে সময়িক ভাবে বরখাস্ত (সাসপেন্ড) করার সিদ্ধান্ত হয়। এর বিরোধিতায় শনিবার বিদ্যুৎ ভবনে জমায়েত করে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ ইঞ্জিনিয়ার্স সমিতি। কোনও শর্ত ছাড়া আগামী ১০টি কর্মদিবসের মধ্যে কর্তৃপক্ষকে সাময়িক-বরখাস্তের ওই নির্দেশিকা তুলে নেওয়ার দাবি ওঠে।

সমিতির সভাপতি অজয়দাস মহাপাত্র বলেন, ‘‘সংস্থা কর্তৃপক্ষ দাবি না মানলে, বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত যাবতীয় দায়িত্ব পালন করেই আমরা কর্তৃপক্ষের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করতে বাধ্য হব।’’ তাঁর দাবি, কোনও ভিভিআইপি কোথাও রাত্রিবাস করলে সেখানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা বহাল রাখার দায়িত্ব শুধু বিদ্যুৎ দফতরের উপর থাকে না। দায়িত্ব থাকে পূর্ত দফতরের উপরেও। ওই দিনও মুখ্যমন্ত্রী যে পর্যটন কেন্দ্রে ছিলেন সেটি পর্যটন উন্নয়ন নিগমের বলেই জানা গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Protest Electricity WBSEDCL
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE