Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বনমন্ত্রীর কথায় সংশয়ে ক্ষতিপূরণ

বন দফতরের কর্তারা জানিয়েছেন, বনের বাইরে হাতির হানায় কারও মৃত্যু হলে তার পরিবারকে আড়াই লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়ে থাকে৷ সাধারণত মৃতদেহ সৎকারের আগেই এর ৭৫ শতাংশ টাকা পরিবারের লোকেরা পেয়ে যান৷ বাকি ২৫ শতাংশ মেলে ময়নাতদন্তের রিপোর্ট মেলার পরে৷

দাঁতালের রোষে এ ভাবেই প্রাণ গিয়েছিল সিদ্দিকুল্লার। নিজস্ব চিত্র

দাঁতালের রোষে এ ভাবেই প্রাণ গিয়েছিল সিদ্দিকুল্লার। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৭ ০২:২৬
Share: Save:

হাতির হানায় মৃত্যু হলে মৃতের পরিবার যাতে দ্রুত ক্ষতিপূরণের টাকা পায়, সে ব্যাপারে গত বুধবারই উত্তরকন্যার প্রশাসনিক বৈঠকে বনকর্তাদের নির্দেশ দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু তার একদিন পরই লাটাগুড়িতে দাঁতালে পায়ে পিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ পাওয়া নিয়ে সংশয় তৈরি হল। বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন জানান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তাঁরা৷ বন দফতরের এই মনোভাবে ক্ষুব্ধ নিহত বেসরকারি রক্ষীর পরিবার৷

বন দফতরের কর্তারা জানিয়েছেন, বনের বাইরে হাতির হানায় কারও মৃত্যু হলে তার পরিবারকে আড়াই লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়ে থাকে৷ সাধারণত মৃতদেহ সৎকারের আগেই এর ৭৫ শতাংশ টাকা পরিবারের লোকেরা পেয়ে যান৷ বাকি ২৫ শতাংশ মেলে ময়নাতদন্তের রিপোর্ট মেলার পরে৷

এ ক্ষেত্রে কেন সংশয় তৈরি হল? শনিবার বনমন্ত্রী বলেন, ‘‘লাটাগুড়ির ঘটনার ভিডিও দেখে মনে হচ্ছে ওটা আত্মহত্যা৷ ওই ব্যক্তি পুরোপুরি স্বাভাবিক ছিলেন বলেও মনে হয় না৷ তাই ময়নাতদন্তের রিপোর্টে চিকিৎসকেরা কী বলেন, তা দেখেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে৷’’

দফতরের এক কর্তা আবার বলেন, নিয়মে বলা রয়েছে বনের বাইরে হাতির হানায় এই ক্ষতিপূরণ মেলা সম্ভব৷ কিন্তু লাটাগুড়িতে বনের ভিতরের রাস্তাতেই এই ঘটনাটি ঘটেছে৷ তাই দফতরের শীর্ষকর্তারাই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন৷

বন দফতরের এই মনোভাবে বেজায় ক্ষুব্ধ মৃত সাদ্দিক হোসেনের পরিবার৷ নিহতের ভাই মোতিবর রহমান বলেন, ‘‘আমার দাদা কখনওই আত্মহত্যা করতে পারেন না৷ তা ছাড়া উনি কোনও নেশাও করতেন না৷ ফলে অস্বাভাবিক থাকার কোন প্রশ্নই নেই৷’’ তার পাল্টা অভিযোগ, টাকা আনা-নেওয়ার গাড়িতে থাকা ব্যাঙ্কের কর্মীরাই তাঁর দাদাকে হাতির সামনে ঠেলে দিয়েছিলেন৷ যাতে করে বন্দুক উঁচিয়ে তিনি হাতি তাড়াতে পারেন৷ ব্যাঙ্কের বিরুদ্ধে শীঘ্রই পুলিশে অভিযোগ করা হবে বলেও এ দিন হুঁশিয়ারি দেন মোতিবর রহমান৷ যদিও এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ব্যাঙ্কের কর্তারা৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE